প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৪
মো: উসমান গণি (সুনামগঞ্জ জেলা প্রতিনিধি): প্রতিটি মানুষের স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। আজ এমনই একজন সমাজ সেবক নিয়ে কথা বলব। একজন সফল ব্যক্তি (একজন সফল ব্যবসায়ী ও দানবীর সমাজ সেবক) হিসেবে প্রতিষ্ঠিত।
সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন। তারপরও মানুষের প্রত্যাশা থাকে। তিনি, তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, তিনি হলেন সুনামগঞ্জরে শান্তিগঞ্জ উপজেলার পৃর্ব বীরগাঁও ইউনিয়নে বিশিষ্ট একজন সফল ব্যবসায়ী ও দানবীর সমাজ সেবক ছাদিকুর রহমান (বাছন)।
সকলের সহযোগিতা পাচ্ছেন এবং সহযোগিতার আশাও ব্যক্ত করে চলেছেন। ছাদিকুর রহমান (বাছন) সমাজ সেবক হিসেবে তিনি সারা বীরগাঁও ইউনিয়নে সর্বত্র সম্মানিত হয়েছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। যেমন মসজিদ মাদ্রাসা, রান্তা ঘাট সামাজিক উন্নয়ন ক্লাব অনুধান, খেলাধুলা, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বান্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত ন¤্র, ভদ্র্র, সদাহাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ। ক্রিয়া প্রেমী, তাঁর মাঝে কোন অহংকার নেই। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে , সকলের কাছে প্রিয়। কাজ করছেন গরীব দুঃখী মানুষের জন্য। সর্বোপরি কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য।
পল্লি কৃষক ও সর্ব সাধারনের আবদারে পৃর্ব বীরগাঁও ইউনিয়নের ৩ নং ওর্য়াডের শালদিকার কান্দি থেকে সুইছ গেইট পর্যন্ত ৭০০ ফুট লম্বা একটি রাস্তা করে দেন তিনি।
কৃষক ও সর্বসাধারান বলেন এই রাস্তা নিয়ে আমরা খুব দুর্ভোগে আছি। পৌষ মাস থেকে রাস্তায় যাতায়াত করতে পারি না বৈশাখ মাসে ধান নিয়ে আসতে কষ্ট হয় শত শত কৃষকদের। তাই ২০/ ০১/ ২০২৪ তারিখ রাস্তার কাজ শুরু করে ২৫ দিনে রাস্তার কাজ টি সম্পন্ন করেন ছাদিকুর রহমান বাছন । এতে এলাকার কৃষকদের মুখে ফুটেছে হাসি তাই তিনি তাদের কাছে প্রশংসিত।
সাক্ষাৎ কারে ছাদিকুর রহমান বাছন বলেন, আমি সর্বসাধারন কে ভালোবাসি মানুষের ভালোবাসা নিয়ে বেচে থাকতে চাই ।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest