পুসকাস অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করলো ফিফা

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩

পুসকাস অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করলো ফিফা

3

স্পোর্টস ডেস্ক : ফুটবলে সবচেয়ে দৃষ্টিনন্দন ব্যাপারটা হচ্ছে গোল। বছরের সেরা তারকার জন্য যেমন রয়েছে ব্যালন ডি’অর, তেমনি সেরা গোলের জন্যও রয়েছে ‘পুসকাস অ্যাওয়ার্ড’। চলতি বছরের পুসকাস অ্যাওয়ার্ডের মনোনীতদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

5

 

পুরো বিশ্বজুড়ে দৃষ্টিনন্দন ও দক্ষ গোলের জন্য এবার ১১ জন মনোনীত হয়েছেন। এবারের তালিকায় সেরা গোলগুলোর মধ্যে ইউএস ওপেন কাপ, এএফসি অনুর্ধ্ব-২০ এশিয়ান ও স্প্যানিশ লা-লিগা ২ এবং সদ্য সমাপ্ত নারী বিশ্বকাপের তিনটি গোল জায়গা পেয়েছে।

4

 

এই ১১ গোল থেকে প্রাথমিকভাবে দর্শকদের ভোটে সেরা তিনজন বাছাই করা হবে। এরপর ফিফা বিশেষজ্ঞ প্যানেল চূড়ান্ত বিজয়ী বেছে নিবেন। জানুয়ারিতে ফিফা বর্ষসেরা ফুটবল অ্যাওয়ার্ড প্রদানের দিনে সেরা গোলের পুরস্কারও প্রদান করা হবে।

1

 

২০২৩ পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের তালিকা: আলভারো ব্যারেল, লিনডা কাইসেডো, জুলিও এনসিজো, ক্যাং সিওং-জিন, স্যাম কার, ব্রায়ান লোজানো, গুইহারমে মাডরুগা, ইভান মোরান্তে, নুনো সান্তোস, আশখাত টাগিবারগেন ও বিয়া জানেরাত্তো।

5

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5