মাদকাসক্ত নোবেল : এয়ার হোস্টেসসহ কয়েক শিল্পীকে দুষলেন সালসাবিল

প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৩

মাদকাসক্ত নোবেল : এয়ার হোস্টেসসহ কয়েক শিল্পীকে দুষলেন সালসাবিল

4

বিনোদন ডেস্ক : এক এয়ার হোস্টেস ও কয়েকজন শিল্পীর কারণে গায়ক মাইনুল আহসান নোবেল মাদকাসক্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন তার সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ।

 

শনিবার (২০ মে) ডিবি কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এমন অভিযোগের কথা জানান।

 

8

তবে অভিযুক্ত ওই এয়ার হোস্টেস বা কোনো শিল্পীর নাম বলেননি সালসাবিল।

 

3

তিনি অভিযোগ করে বলেন, নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে কয়েকজন শিল্পী ও ইন্টারন্যাশনাল রুটে চলাচল করা বিমানের এক এয়ার হোস্টেস জড়িত। তারাই প্রতিনিয়ত নোবেলকে মাদক সাপ্লাই দেন। এ বিষয়ে আমি তাদের বলায়, আমার নম্বরে ফোন করে বিভিন্নজন হুমকিও দিয়েছেন।

1

 

3

মারধর করা প্রসঙ্গে তিনি বলেন, নোবেল মাদক সেবন করে বাসায় এসে আমাকে মারধর করতো। পরে একদিন আমি ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকি। তারা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নোবেল সেই পুলিশ সদস্যদের সামনে স্বীকার করেছে, মাদক সেবনের কারণে আমাকে মারধর করে। এরপর আমি গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। যদিও পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

 

সালসাবিল মাহমুদ বলেন, আজ (২০ মে) ডিবি পুলিশ থেকে আমাকে ডাকা হয়েছে। আমি তাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছি। তারা পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5