বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের নতুন ধারাবাহিক নাটক ‘বাঘবন্দি’

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২২

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের নতুন ধারাবাহিক নাটক ‘বাঘবন্দি’

3

বিনোদন ডেস্ক : বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের পর্দায় মঙ্গলবার (২৯ নভেম্বর) হতে নতুন ধারাবাহিক নাটক ‘বাঘবন্দি’র সম্প্রচার শুরু হয়েছে। সপ্তাহে তিন দিন এটি দেখানো হচ্ছে। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা প্রচারিত হচ্ছে নাটকটি। ২৬ পর্বের ধারাবাহিকটি পরিচালনা করেছেন রিয়াদ বিন মাহবুব।

  ‘বাঘবন্দি’

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ অপু, রফিউল কাদের রুবেল, আব্দুল হাদি, রহিমা খাতুন লুনা, আশরাফুল করিম সৌরভ, রিতুপর্ণা সেনগুপ্ত, মো. ফোরকান, শোভরাজ চৌধুরী আইয়ুব, বাপ্পি হায়দার, অহনা, শ্রেয়সী, ইফ্রাদুল হক আবেদ, ইউনুস রানা, আবু তাহের সায়মন, কমল বড়ুয়া, মোহাম্মদ আলী, মিনা ত্রিশানা, মাইশা, রাকিব, তানবীর পিয়াল, আকিব প্রমুখ।

 

2

নাটকটি গ্রামীণ হাস্যরসে ভরপুর কমেডি নাটক। চট্টগ্রাম ও নোয়াখালীসহ বিভিন্ন ভাষার মিশেলে প্রাণবন্ত হয়েছে চিত্রনাট্যটি। রিয়াদ বিন মাহবুব বলেন, ‘মূলত গ্রামীণ সমাজের এক সময়ের জনপ্রিয় খেলা ‘বাঘবন্দি’ নিয়ে বিভিন্ন ঘটনা আবর্তিত হয়েছে। নাটকটি দেখে দর্শক মজা পাবে এটা হলফ করে বলা যায়।’

2

‘বাঘবন্দি’

7

নাটকটির সার্বিক তত্বাবধানে রয়েছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানাজার (জিএম) মাহফুজা আক্তার ও প্রযোজনা করেছেন আবদুল্যা আল মামুন।

7

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8