অনলাইন স্ক্যামের শিকার ভারতীয় অভিনেত্রী অর্চনা

প্রকাশিত: ৬:২৪ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২৫

অনলাইন স্ক্যামের শিকার ভারতীয় অভিনেত্রী অর্চনা

8

বিনোদন ডেস্ক : ভয়াবহ অনলাইন স্ক্যামের শিকার হয়েছেন ভারতীয় অভিনেত্রী অর্চনা পুরান সিং। দুবাই ভ্রমণের সময় স্কাইডাইভিংয়ের টিকিট বুক করতে গিয়ে লাখ টাকা প্রতারণার শিকার হয়েছেন তিনি। এই ঘটনায় স্তম্ভিত তার স্বামী অভিনেতা পারমিত শেঠি এবং দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মানও।

 

6

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় এই অভিনেত্রী তার ভক্তদের সঙ্গে এই তিক্ত অভিজ্ঞতা ভাগ করেছেন। অর্চনা পুরান সিং জানান, তিনি দুবাইয়ের ‘আইফ্লাই দুবাই’ ইনডোর স্কাইডাইভিংয়ের জন্য তিনটি স্লট বুক করেছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর জানতে পারেন, তাদের নামে কোনো বুকিং নেই।

 

6

ভিডিওতে অর্চনা হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা তিনটি স্লট বুক করেছিলাম কিন্তু এই মহিলা বলছেন যে আমাদের কোনো বুকিং নেই।’ ‘আমরা প্রতারিত হয়েছি, যে ওয়েবসাইট থেকে আমরা অর্থ প্রদান করেছি তা আসল ছিল না। আমরা দুবাইতে আমাদের টাকা হারিয়েছি। আমি বিশ্বাস করতে পারছি না দুবাইয়ের মতো একটি শহরে এটি ঘটেছে যেখানে এত কঠোর আইন রয়েছে।’

 

8

এই ঘটনায় বিস্মিত পারমিত শেঠিও। অভিনেত্রী আরও যোগ করেন, ‘হাজার হাজার টাকা খোয়া গেছে এবং এখন আমরা ভাবছি এটাও কোনো স্ক্যাম নয় তো?’

2

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5