ভাগিনার নায়িকা এখন মামার সঙ্গে

প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২৫

ভাগিনার নায়িকা এখন মামার সঙ্গে

1

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা আমির খান কাজের ক্ষেত্রে ‘মিস্টার পারফেকশনিস্ট’। কিন্তু ব্যক্তিগত জীবনের জন্য বার বার খবরের শিরোনামে উঠে আসেন তিনি। বিতর্কও কম নেই তাকে নিয়ে। এ বার বয়সে ছোট অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে বিতর্কে বলি তারকা। দীর্ঘ দিন পরে ফের বলিউডে ফিরছে আমিরের ছবি। ‘সিতারে জমিন পর’ ছবিতে আমির জুটি বেঁধেছেন জেনেলিয়া ডি সুজার সঙ্গে। দুজনের বয়সের ব্যবধান ২২ বছর। এই নিয়েই বিতর্কের সূত্রপাত। খবর আনন্দবাজার অনলাইনের।

 

আমিরের বয়স এখন ৬০। জেনেলিয়ার ৩৮। ছবিতে দুই তারকার মধ্যে রয়েছে প্রেমের ঘনিষ্ঠ দৃশ্যও। একটা সময়ে আমিরের ভাগিনা ইমরান খানের সঙ্গে জেনেলিয়ার জুটি বলিউডে চর্চিত ছিল। ‘জানে তু ইয়া জানে না’ ছবিতে জেনেলিয়া-ইমরানের রসায়নে মুগ্ধ ছিল একটা প্রজন্ম। সেই ইমরানের মামা অর্থাৎ আমির এ বার জেনেলিয়ার নায়ক।

2

 

1

এ প্রসঙ্গে আমির এক সাক্ষাৎকারে বলেছেন, বয়সের ব্যবধান নিয়ে ভাবনা আমার মাথাতেও এসেছে। কিন্তু আমরা দুজনেই এ ছবিতে চল্লিশোর্ধ্বের ভূমিকায় অভিনয় করছি। জেনেলিয়ার বয়স প্রায় ৪০-এর কাছেই। আমার বয়স ৬০ ঠিকই। কিন্তু আজকের দিনে ভিএফএক্স-এর মতো প্রযুক্তি রয়েছে আমাদের কাছে।

 

7

আমির আরও বলেন, ১৮ বছর বয়সি চরিত্রে অভিনয় করতে গেলে আগে প্রস্থেটিক প্রসাধনের প্রয়োজন পড়ত। কিন্তু এখন ভিএফএক্স রয়েছে। তাই আজকের দিনে অভিনেতাদের কাছে বয়স কোনো বাধা নয়।

 

7

‘তারে জমিন পর’ ছবির সিকুয়েল এ ছবি। আগামী ২০ জুন এই ছবি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। আমিরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল সিংহ চড্ডা’। ২০২২-এর সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তার পরে দীর্ঘ দিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। ফের এই ছবির মাধ্যমে আমিরের প্রত্যাবর্তন হতে চলেছে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7