বাংলাদেশি ছেলেরা সব দুই নাম্বার: সেমন্তি সৌমি

প্রকাশিত: ৭:৫৩ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৫

বাংলাদেশি ছেলেরা সব দুই নাম্বার: সেমন্তি সৌমি

7

বিনোদন ডেস্ক : সম্প্রতি একটি অনলাইনের ডিজিটাল প্লাটফর্মে নিজের ব্যক্তিগত জীবন, প্রেম, পছন্দ ও ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী সেমন্তি সৌমি। যেখানে বাংলাদেশি ছেলেদের সম্পর্কে তার দেওয়া এক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

 

8

সাক্ষাৎকারে সেমন্তি বলেন, ‘আমি যদি বিয়ে করি, আমি ভাবতেছি বিদেশি বিয়ে করব। কারণ, বাংলাদেশের কোনো ছেলে আমার ভালো লাগে না। সব ছেলেরাই দুই নাম্বার।’

 

সেমন্তি সৌমি

 

তিনি বলেন, ‘বাংলাদেশের অনেক ছেলেকে দেখেছি যারা একটার সঙ্গে থেকেও আরেকটা মেয়ের পেছনে ছুটে। প্রেমে থাকে একটা, ভালোবাসে আরেকটা। কিন্তু বিদেশি ছেলেরা এমন নয়, তারা একজনের সঙ্গেই থাকে, খুব লয়াল এবং কেয়ারিং হয়।’

3

 

এমন বক্তব্যে বিস্মিত নেটিজেনরা প্রশ্ন তুলছেন, বাংলাদেশের সব ছেলেদের এক কথায় ‘দুই নাম্বার’ বলাটা কতটা যৌক্তিক। তবে সেমন্তির দাবি, ‘আমি যেটা দেখেছি, সেটা বলেছি। আমার চোখে যা ধরা পড়েছে, তা-ই বলেছি। লুকানোর কিছু নেই।’

6

 

সেমন্তি সৌমি

4

 

সৌমি আরও জানান, তিনি একজন সিম্পল, কেয়ারিং এবং ভালোবাসতে জানে—এমন জীবনসঙ্গী খুঁজছেন, দুবাইয়ের শেখ, কোটিপতি বা ধনকুবের হওয়া তার কাছে কোনো বিষয় নয়।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4