প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান একটা সময় সিনেমায় ঝড় তুলেছেন। বিশেষ করে তার অভিনীত ‘ডার্টি পিকচার’ সিনেমা নিয়ে ছিল সেই সময়ে নানা আলোচনা-সমালোচনা। সেই সিনেমাতে বিশেষ করে তার উষ্ণ অবতার, বোল্ড লুক ও আইটেম গানের নাচগুলো নিয়ে ছিল বিস্তর গুঞ্জন।
শাড়িই তার ‘সিগনেচার’। রেডকার্পেটেও বারবার শাড়িতেই দেখা গেছে অভিনেত্রীকে। এবং সেই আত্মবিশ্বাসের জায়গা থেকেই নিজ হাতে বদলে দিয়েছেন বলিউডের ফ্যাশন সেন্সকে। দীর্ঘদিন পর তার চেহারাতেও এসেছে পরিবর্তন। কিন্তু একসময় তিনিও চেয়েছিলেন টিপিক্যাল বলিউড ডিভাদের মতো দেখাতে। শরীরে আঁটসাঁট পোশাক পরতেন। কিন্তু সেসব তার মানাত না, আয়নায় অদ্ভুত লাগত বলে নিজেকে জানান এমনটি।
বিদ্যা বালান বলেন, আমার সামনে চয়েসই ছিল না। ওই সব পোশাকে আমি ফিট হতাম না। আমি বুঝে গিয়েছিলাম, হয়তো সারাজীবন অন্যের মতো হওয়ার চেষ্টা করব, নয়তো নিজের মতো করে থাকব।
খোলামেলা থাকার প্রসঙ্গে মজা করেই অভিনেত্রী একবার বলেছিলেন, আমি যা পরতে ভালোবাসি, তাই পরি। তিনি বলেন, যা ইচ্ছ করে করি। আমি স্বাধীন। আমি মুক্ত।
অভিনেত্রী বলেন, মানুষ আমার খোলামেলা পোশাক নিয়েও প্রশংসা করে। কারণ তারাও তখন বুঝতে পারে যে, আমার লজ্জা বলে কিছু নেই।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest