বচ্চন পরিবারের আধিপত্য কার বেশি? ঐশ্বর্য নাকি শ্বেতার!

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

বচ্চন পরিবারের আধিপত্য কার বেশি? ঐশ্বর্য নাকি শ্বেতার!

বিনোদন ডেস্ক :  ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের যে গুঞ্জন শোনা গিয়েছিল তাঁর একাধিক কারণের মধ্যে ননদও নাকি অন্যতম কারণ ছিল৷ ছেলের থেকে মেয়েকে বেশি সম্পত্তি দেবেন বচ্চন। এই নিয়েই শুরু হয়েছিল গন্ডগোল।

বচ্চন পরিবারের আধিপত্য কার বেশি? ঐশ্বর্য নাকি শ্বেতার!

এদিকে বিয়ের কিছু বছর পর থেকেই সন্তানদের নিয়ে বাপের বাড়িতেই থাকেন শ্বেতা বচ্চন নন্দা। কিন্তু কেন বরের কাছে থাকেন না শ্বেতা? তাঁদের তো ডিভোর্সও হয়নি।

অমিতাভ কন্যার সঙ্গে বিয়ে হয় নিখিল নন্দার। বলিউডের সঙ্গে নিবিড় যোগ রয়েছে তাঁর। তবে, তিনি কোনও ভাবেই ফিল্মের সঙ্গে যুক্ত নন। এমনকী তাঁর কোনও ইচ্ছাও ছিল না বলেই জানা গিয়েছে। বাপের বাড়িতে থাকা নিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছে বচ্চন পরিবারে।  বিশেষ করে বাড়ির বৌমা ঐশ্বর্যের সঙ্গে সম্পত্তির ভাগ নিয়েও গন্ডগোল তৈরি হয় বলে শোনা গিয়েছে। তাই নাকি বৌমা বাড়িও ছেড়েছেন। কারণ ,বচ্চন বাড়িতে মেয়ের নাকি বেশি আধিপত্য।

ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের যে গুঞ্জন শোনা গিয়েছিল। তাঁর একাধিক কারণের মধ্যে ননদও নাকি অন্যতম কারণ ছিল। ছেলের থেকে মেয়েকে বেশি সম্পত্তি দেবেন বচ্চন। এই নিয়েই শুরু হয়েছিল গন্ডগোল।

শ্বেতার স্বামী নিখিল মূলত ব্যবসায়ী। কর্পোরেট এবং বিনোদন জগতে তিনি পরিচিত নাম। কৃষি যন্ত্রপাতি খাতে তাঁর নেতৃত্ব এসকর্টস কুবোটা লিমিটেডকে শিল্পে একটি প্রভাবশালী বিজেনেসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

নিখিল নন্দার বংশধারা বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের সঙ্গে যুক্ত৷ তিনি কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও প্রযোজক রাজ কাপুরের কন্যা ঋতু নন্দার ছেলে। এর ফলে তিনি ঋষি কাপুর, রণধীর কাপুর এবং রাজীব কাপুরের মতো বিখ্যাত অভিনেতাদের ভাগ্নে। তার খুড়তুতো ভাই- বোনদের মধ্যে রয়েছেন বলিউডের তারকা কারিশ্মা কাপুর, কারিনা কাপুর এবং রণবীর কাপুর৷ ফলে তাঁর বলিউড যোগও গভীর।

নিখিল নন্দা এবং শ্বেতা বচ্চন নন্দার দুই সন্তান। নভ্যা নভেলি নন্দা এবং অগস্ত্য নন্দা। নভ্যা তাঁর উদ্যোক্তা এবং পডকাস্টিং-এর মাধ্যমে নিজের জায়গা তৈরি করছেন, অগস্ত্য সম্প্রতি জোয়া আখতারের নেটফ্লিক্স ছবি “দ্য আর্চিস”-এ আত্মপ্রকাশের মাধ্যমে বিনোদন জগতে পা রেখেছেন।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন