২৪ বছর বয়সে জনপ্রিয় কণ্ঠ অভিনেতার মৃত্যু

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৪

২৪ বছর বয়সে জনপ্রিয় কণ্ঠ অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার দর্শকপ্রিয় কণ্ঠ অভিনেতা লি উ রি মারা গেছেন। গত ১৪ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছি ২৪ বছর। ফিল স্টার লাইফ এ খবর প্রকাশ করেছে।

 

ভয়েস আর্টিস্ট লি ডাল নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘সব ভক্ত-অনুরাগীদের বলছি, যারা ভয়েস আর্টিস্ট লি উ রি-কে ভালোবাসেন, তার অভিনয় মনে রেখেছেন, তারা তার জন্য প্রার্থনা করবেন।’

 

তবে কীভাবে লি উ রির মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

 

মাত্র ২১ বছর বয়সে কণ্ঠ অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন লি। বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও গেম ‘গেনশিন ইমপ্যাক্ট’, জাপানি মঙ্গা সিরিজ ‘কেস ক্লোজড’–এর কোরিয়ান ভাষায় কণ্ঠ দিয়ে পরিচিতি লাভ করেন তিনি।

 

তা ছাড়াও লি কণ্ঠ দিয়েছেন ‘কেস ক্লোজড’, ‘কুকি রানা: কিংডম’, ‘দ্য হন্টেড হাউস’ প্রভৃতিতে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন