গোপনে যে নায়িকাকে বিয়ে করেছেন সংগীত পরিচালক দেবী প্রসাদ

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২

গোপনে যে নায়িকাকে বিয়ে করেছেন সংগীত পরিচালক দেবী প্রসাদ

7

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় সংগীত পরিচালক দেবী শ্রী প্রসাদ। গীতিকার, সুরকার, পরিচালক হিসেবে তার খ্যাতি রয়েছে। জোর গুঞ্জন উড়ছে, তেলেগু সিনেমার চিত্রনায়িকা পুজিতা পুনাড়াকে গোপনে বিয়ে করেছেন তিনি।

2

পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন দেবী প্রসাদ-পুজিতা। এ জুটির বিয়ের খবরে সয়লাব নেটদুনিয়া। খবর উড়ছে, গোপনে বিয়ে করেছেন তারা। তবে এই খবর সত্যি নয় বলে দাবি করেছেন পুজিতা।

চিত্রনায়িকা পুজিতা পুনাড়া

5

পুজিতা বলেন—‘বিয়ের খবরটি সত্য নয়। জানি না, মানুষ এসব খবর কোথা থেকে পায়। ব্যক্তিগত জীবনে আমি এখনো একাই আছি।’

3

২০১৬ সালে ‘ওপিরি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পুজিতা। তারপর বেশকিছু সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘রাঙ্গাস্থালাম’, ‘মিস ইন্ডিয়া’, ‘রান’ প্রভৃতি।

2

চিত্রনায়িকা পুজিতা পুনাড়া

অন্যদিকে অনেক জনপ্রিয় সিনেমার সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। সর্বশেষ আল্লু অর্জুনের ‘পুষ্পা’ সিনেমার সংগীত পরিচালনা করেন তিনি।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7