প্রকাশিত: ৩:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫
বিনোদন ডেস্ক : মা বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর পর আবার সাবেক প্রেমিক শিখর পাহাড়িয়ার কাছাকাছি আসেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। একটা সময় লুকিয়ে চলছিল তাদের প্রেম। তবে গত বছরের শুরু থেকে প্রায়ই একসঙ্গে দেখা যেত তাদের। সম্প্রতি শিখরের নামাঙ্কিত হার গলায় পরে সম্পর্কে সিলমোহর দেন অভিনেত্রী। প্রেমিককে নিয়ে নাকি বড্ড স্পর্শকাতর তিনি—এমনটিই জানিয়েছিলেন জাহ্নবী কাপুর। এতকিছুর পর ওরিকে কেন স্বামী হিসাবে পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী?
বলিউডের অন্যতম চর্চিত নাম ওরহান অবাত্রামণি ওরফে ওরি। বি-টাউনের প্রায় সব তারকার সঙ্গেই তার ওঠবস। তার পেশা কী, তা নিয়ে স্পষ্ট উত্তর প্রায় কারও জানা নেই। কিন্তু হঠাৎ করেই বলিউডে আবির্ভাব ওরির। তার জনপ্রিয় হওয়ার পর থেকে বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি।
জাহ্নবী কাপুরের পরিবারের সঙ্গে সখ্য রয়েছে ওরির। নিজের ‘ধূমকেতু’র মতো বলিউডে এহেন উত্থানের জন্য ওরি সদা কৃতজ্ঞতা স্বীকার করেন জাহ্নবীর বাবা বনি কাপুরের কাছে। আবার একসময় ওরি নিজেকে সমকামী বলেই দাবি করেছিলেন। সত্যিই কি তাই?
এদিকে অভিনেত্রী জাহ্নবী কাপুর দেশের বাইরে গেলেই নাকি ছেলেদের থেকে গুচ্ছ প্রেম প্রস্তাব পান। তেমনই এক ঘটনা ঘটে লস অ্যাঞ্জেলেসে। অভিনেত্রী বলেন, ‘আমি দেশের বাইরে গেলেই বলি আমি বিবাহিত। লস অ্যাঞ্জেলেসে এক রেস্তোরাঁয় একবার একের পর এক ওয়েটার আসছেন। কেউ নম্বর দিয়ে যাচ্ছেন, আবার কেউ খাবার দিচ্ছেন। গুচ্ছ গুচ্ছ প্রেমপ্রস্তাব নিয়ে আসছেন। সামনে ওরি ছিল। ওকে দেখিয়ে বলে দিই— উনিই আমার স্বামী।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest