বড় পর্দার জন্য প্রস্তুত সাফা কবির

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২৫

বড় পর্দার জন্য প্রস্তুত সাফা কবির

5

বিনোদন ডেস্ক : নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির। টিভি নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও তার উপস্থিতি দেখা গেছে। তবে সেটি খুবই কম। টিভিতেই তার ব্যস্ততা বেশি। পক্ষকাল আগে বরিশালের বিভিন্ন লোকেশনে একটি নতুন নাটকের শুটিং করেছেন। এরপর নতুন কোনো নাটকের শুটিংয়ে তাকে দেখা যায়নি। ভিন্নধর্মী গল্প না পাওয়াতে নতুন কাজে নিজেকে যুক্ত করতে পারছেন না বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

1

 

এ প্রসঙ্গে সাফা বলেন, ‘কাজের প্রস্তাব অনেক আসে। সেসব গল্পে নতুনত্ব পাই না। সব একই ধারার ও ট্রেন্ডি গল্প। এগুলোতে কাজ করতে চাই না, তাই কাজের সংখ্যাও কমে যাচ্ছে। বিরতি নিয়ে ভালো কিছুই করতে চাই। সর্বশেষ আমার ‘সন্ধি’ ও ‘কেন এই সঙ্গতা’ নামে দুটি নাটক থেকে বেশ প্রশংসা পাচ্ছি। এ ধরনের গল্প আর আসছে না। তাই ভালো গল্পের অপেক্ষায়, নিজে থেকেই আপাতত বিরতিতে আছি।’

8

 

এদিকে সাফার সমসাময়িক শিল্পীদের অনেকেই সিনেমায় কাজ শুরু করেছেন। কিন্তু এ অভিনেত্রী এখনও সেপথ মাড়াননি। এতদিন বড়পর্দায় কাজের বিষয়টি সন্দিহান থাকলেও, এখন এ অভিনেত্রী একেবারে প্রস্তুত বলে জানান।

 

5

সাফা বলেন, ‘আমি এখন সিনেমায় কাজ করার জন্য একদমই প্রস্তুত। শুধু ভালো গল্পের অপেক্ষায় আছি। তবে মাল্টিকাস্টিং নয়, একক কোনো গল্পে, যেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ থাকবে।’

1

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6