শ্বশুরবাড়িতে হিরো আলম, রিয়া মনির সঙ্গে মিটে গেল দ্বন্দ্ব

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫

শ্বশুরবাড়িতে হিরো আলম, রিয়া মনির সঙ্গে মিটে গেল দ্বন্দ্ব

6

বিনোদন ডেস্ক : এই তো কিছুদিন হলো হিরো আলম ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে নতুন করে অভিযোগ এনেছিলেন তৃতীয় স্ত্রী রিয়া মনির ওপর। রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। এরপর রিয়া মনি হিরো আলমকে ডিভোর্স দেওয়ার কথা জানান।

 

তবে এরইমধ্যে জানা গেল, স্ত্রী রিয়া মনির খোঁজে হিরো আলম শ্বশুরবাড়িতে গিয়ে উঠেছেন।

 

এখন তিনি শ্বশুরবাড়ি বরগুনার তালতলিতে রয়েছেন। রিয়া মনির দেখা পেয়েছেন এবং তার সঙ্গে মিটমাটও হয়েছে বলে জানালেন হিরো আলম।

 

5

হিরো আলম নিজেই ফোন করে জানালেন তিনি বরগুনা গেছেন। বললেন, আমি রিয়া মনির খোঁজে বরগুনায় এসেছি।

 

5

এখন আমি আমার শ্বশুরবাড়িতে উঠেছি। রিয়া মনির সঙ্গে যে ঝামেলা ছিল তা মিটমাট হয়ে গেছে। আমরা এখানে দুজন একসঙ্গেই আছি। এই যে আপনাকে এখনই ছবি পাঠাচ্ছি।

 

দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন যাচ্ছে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির। আলমের বাবার মৃত্যুর পর থেকেই এই বিবাদ সামনে আসে। এরপর একাধিকবার রিয়া মনির বিরুদ্ধে অভিযোগ তোলেন আলম। স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে থানায় মামলাও করেছেন হিরো আলম। সেই মামলায় গ্রেপ্তারও করা হয় রিয়া মনিকে। তবে এর পরদিন জামিন পান রিয়া মনি।

1

 

তারপর বিবাদ ভুলে কাছে আসা। কয়েক মাস ধরে হিরো আলম ও তার স্ত্রীকে ঘিরে এই গল্পই দেখছে সবাই। এবার আবার নতুন করে আলোচনায় উঠে আসে এই জুটি।

6

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4