প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫
বিনোদন ডেস্ক : মজা হুসনো কা আঁখো সে লিজিয়ে! হ্যাঁ, ‘স্ত্রী ২’-এর ‘আজ কি রাত’ গানে নেচে ঝড় তুলেছেন বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী তামান্না ভাটিয়া। তাঁর নাচে কাত সব বয়সেরই পুরুষ মহল।
তবে তামান্নার রূপের জাদুতে অন্য কেউ মুগ্ধ হওয়ার অনেক আগেই, তাঁর শরীর প্রেমে আটকে আরেক মন! ভাবছেন তামান্নার প্রেমিক,বিজয় ভার্মার কথা হচ্ছে? আজ্ঞে না, বরং তামান্না নিজেই ফাঁস করলেন, তাঁর নতুন প্রেমিকের কথা। আর যে প্রেমিক, একেবারে বেকাবু তাঁর মসৃণ শরীরে!
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে একটা গোপন কথা শেয়ার করেছেন তামান্না ভাটিয়া। সেই সাক্ষাৎকারেই তাঁর শরীর নিয়ে এক গোপন কথা ফাঁস করেছেন অভিনেত্রী।
কনটেন্ট ক্রিয়েটার মাসুমা মিনাওয়ালাকে তামান্না জানান, ”আমি আমার শরীরকে খুব ভালবাসি। আমার সবচেয়ে পছন্দই হল আমার শরীর। সারাদিন কাজ করার পর যখন বাড়িতে ফিরে আসি, পোশাক বদলে ফেলে, প্রথম স্নান করি। স্নান করার সময়ই শাওয়ারের নিচে শরীরের প্রতিটি অংশকে ছুঁয়ে দেখি আমি। তাঁর ধন্যবাদ জানাই প্রতিটি অংশকে। ”
তামান্না আরও বলেন, ”এই কথাগুলো শুনতে অদ্ভুত লাগলেও, এটাই সত্যি। আসলে কাজের সময় শরীরের প্রতিটা অংশের উপরই ধকল যায়। সারাদিন আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই। এটা করলে আমার ভাল লাগে। স্ট্রেশ ফ্রি লাগে নিজেকে।”
বলিউড দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করলেও, তামান্না কিন্তু দক্ষিণী ছবিতেই সবচেয়ে বেশি জনপ্রিয়। রাজামৌলীর বাহুবলী ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল। সম্প্রতি স্ত্রী ২-এর আইটেম গান ‘আজ কি রাত’-এ পারফর্ম করে তাক লাগিয়েছেন অভিনেত্রী। সঙ্গে তো রয়েইছে বিজয় ভার্মার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest