প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫
বিনোদন ডেস্ক : বলিউডের রোমিও নামে যদি কেউ নজর কেড়ে তাহলে তিনি হলেন, রণবীর কাপুর। সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, নার্গিস ফকরি, বলিউডে এমন কেউ নেই যে, রণবীরের প্রেমের ফাঁদে পড়েনি!
তবে পরে আলিয়া ভাট তাঁর জীবনে আসতেই রণবীর বনে যান ঘোর সংসারি। এখন তো মিষ্টি রাহার বাবাও তিনি। তবে রণবীরের সেই রঙিন ইমেজকে ভুলতে চাইছে না জনপ্রিয় কনডম প্রস্তুতকারক সংস্থা। আর তাই তো তাঁদের নতুন বিজ্ঞাপনে রণবীর কাপুররেই চাই! উলটো দিকে আছেন জাহ্নবী কাপুর।
ইদানিং নানা কারণে খবরের শিরোনামে চলে আসছেন জাহ্নবী কাপুর। কখনও সাহসী ফটোশুট। কখনও প্রেমের গুঞ্জন। এই সংস্থা বলছে, জাহ্নবী এখন ইয়ং জেনারেশনের হার্টথ্রব। আর তাঁর শরীরী ভাষাও পুরুষদের মন জয় করার মতো। তাই জাহ্নবীর সংস্থার পছন্দ।
সংস্থার থেকে জানানো হয়েছে, রণবীর ও জাহ্নবীর কাছে অফারটি নিয়ে যাওয়া হয়েছে। তারকাদের কাছ থেকে সম্মতি পেলেই শুট শুরু হবে। অন্যদিকে জানা গেছে, প্রথমে সানি লিওন এবং কার্তিক আরিয়ানের নাম এসেছিল। তবে সংস্থার মতে, সানি ও কার্তিকের পরিবর্তে নতুন মুখ রণবীর কাপুর ও জাহ্নবীই হওয়া উচিত।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest