গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’ তদন্তের আহ্বান পোপের

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’ তদন্তের আহ্বান পোপের

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাথলিক চার্চের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস গাজায় ইসরায়েলের হামলা গণহত্যা কিনা, তা নির্ধারণের জন্য তদন্তের আহ্বান জানিয়েছেন। পোপের জয়ন্তী বছরের আগে আসন্ন নতুন বই থেকে রোববার প্রকাশিত উদ্ধৃতিতে এই আহ্বান জানা তিনি। সূত্র, এপি

 

গাজা যুদ্ধ শুরুর পর এই প্রথম ফ্রান্সিস গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে গণহত্যার অভিযোগ তদন্তের জন্য খোলাখুলি আহ্বান জানালেন। এর আগে গত সেপ্টেম্বর মাসে তিনি বলেছিলেন, গাজা এবং লেবাননে ইসরায়েলের আক্রমণগুলো “অনৈতিক” এবং অসামঞ্জস্যপূর্ণ। দেশটির সামরিক বাহিনী যুদ্ধের নিয়মের বাইরে চলে গেছে।

 

হার্নান রেয়েস আলকাইডের এবং পোপের সাথে সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে “আশা কখনই হতাশ হয় না, একটি উন্নত বিশ্বের দিকে তীর্থযাত্রী” নামের বইটি আগামী বছর পোপের জয়ন্তীর আগে মঙ্গলবার প্রকাশিত হবে। ফ্রান্সিসের বছরব্যাপী এই জয়ন্তী পবিত্র বছর উদযাপনের জন্য রোমে ৩০ মিলিয়নেরও বেশি তীর্থযাত্রীদের আসবে বলে ধারণা করা হচ্ছে।

 

রোববার ইতালীয় দৈনিক লা স্ট্যাম্পায় প্রকাশিত উদ্ধৃতিতে বলেছেন, “কিছু বিশেষজ্ঞের মতে, গাজায় যা ঘটছে তাতে গণহত্যার বৈশিষ্ট্য রয়েছে। এটি আইনবিদ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রণীত প্রযুক্তিগত সংজ্ঞার সঙ্গে মেলে কি না তা নির্ধারণেরর জন্য আমাদের সাবধানে তদন্ত করা উচিত।”

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন