প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪
নিউজ ডেস্ক : ফের প্রেমে পড়েছেন সারা আলি খান! সুশান্ত সিং রাজপুত, কার্তিক আরিয়ানকে ভুলে এবার নতুন প্রেমিকে মজেছেন তিনি! তবে এবার কোনও অভিনেতা নয়, বরং বিজেপি নেতার ছেলেকেই মন দিয়েছেন সইফকন্য়া!
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। ফের কেদারনাথ দর্শনে বেরিয়ে পড়েছেন সারা। আর সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতেই নতুন প্রেমের গুঞ্জন একেবারে প্রকাশ্যে। তা সারার নতুন প্রেমিক কে? কী নাম?
সারার নতুন প্রেমিকের নাম অর্জুন প্রতাপ বাজওয়া। অর্জুন পাঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিং বাজওয়ারের ছেলে। তবে অর্জুনের বাবা রাজনীতিবিদ হলেও, অর্জুন কিন্তু ফ্যাশন জগতের জনপ্রিয় মুখ। বিজ্ঞাপনে বেশ নাম করেছেন অর্জুন। তা হঠাৎ সারার সঙ্গে অর্জুনের নাম জুড়ল কীভাবে?

অভিনেত্রীকে কেদারনাথে পূজা দিতে দেখা গিয়েছে অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে। আর সেই ভিডিও ছবিই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। আর তা থেকেই নতুন প্রেমের গুঞ্জন।
কেদারনাথ দিয়েই ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন। এবার এই তীর্থযাত্রায় হ্যাট্রিক করে ফেললেন সারা আলি খান। মুসলিম ধর্মাবলম্বী হয়েও দেশের প্রায় সব হিন্দু তীর্থক্ষেত্রে গিয়েছেন নবাবকন্য়া। তার জন্য অবশ্য কম কটু কথা শুনতে হয়নি! তবে নেটপাড়ার নীতিপুলিশ রক্তচক্ষুর কাছে দমে যেতে নারাজ সারা আলি খান। এবার ফের কেদারনাথ যাত্রায় গেলেন অভিনেত্রী।
বলিপাড়ার তারকাসন্তানরা যখন হাইপ্রোপাইল পার্টি কিংবা বন্ধু-বান্ধবদের নিয়ে গ্ল্যামারাস জীবনযাপন করতে ব্যস্ত, তখন সারা আলি খান মজে থাকেন ঈশ্বরভক্তিতে। মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন তীর্থ করতে। কাশীর বিশ্বনাথ মন্দির, উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে অসমের কামাখ্যা সবখানেই গিয়েছেন নবাবকন্যা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest