ছোটপর্দার বড় তারকারা বিছানায় গিয়ে সফল হয়েছে : আশা

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৪

ছোটপর্দার বড় তারকারা বিছানায় গিয়ে সফল হয়েছে : আশা

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশা নেগি। অভিনয় করেছেন ‘পবিত্র রিশতা’র মতো বেশ কিছু দর্শকপ্রিয় মেগাসিরিয়ালে। এই অভিনেত্রীকেও ক্যারিয়ারের শুরুর দিকে কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়েছিল।

এবার এ বিষয় নিয়েই সরাসরি এ অভিনেত্রী জানান, তাকে কাজ পাওয়ার জন্য আপস করতে হয়, এই কথাটা একজন কো-অর্ডিনেটর বুঝিয়ে মগজ ধোলাই করার চেষ্টা করেছিলেন।

কাস্টিং কাউচে কী ধরণের নোংরা অভিজ্ঞতার সম্মুখিন হতে হয়, এ প্রসঙ্গে হাউটারফ্লিকে এক সাক্ষাৎকারে আশা বলেন, ‘তখন কো-অর্ডিনেটর ছিল। কিন্তু কো-অর্ডিনেটর ছাড়াও কিছু লোকজন থাকত, যাদের ওখানে সেই ভাবে কোনো কাজ থাকত না।

 

 

কাস্টিং কাউচের এক ব্যাক্তি তখন টেলিভিশন, বিনোদন জগত ইত্যাদি অনেক বিষয় নিয়ে বহু কথা বলতেন। তিনি একদিন বললেন, ছোটপর্দার সব বড় তারকারাই নাকি বিছানায় গিয়ে সফল হয়েছে।’

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘তখন আমার বয়সও অল্প। ২০ এর আশেপাশে। সেভাবে কিছুই জানি না এই জগতটা সম্পর্কে। তাই খুব স্বাভাবিকভাবেই আমি সব শুনতাম। সেই সময় তিনি প্রায় আমার মগজ ধোলাই করার চেষ্টা করছিলেন। আমাকে বলেছিলেন যে এটাই হয়, এভাবেই তুমি বড় হবে। ওই ব্যক্তি আমাকে বলেছিলেন, টিভির অভিনেত্রীরা সবাই আপস করেছেন।’

ক্যারিয়ারের প্রথমদিকে এ ধরণের কথায় আতঙ্কিত হওয়া আশা বলেন, ‘সরাসরি তিনি কোনো কুপ্রস্তাব আপস করার অফার না পেলেও আকারে ইঙ্গিতে এসব বাজে উদ্দেশ্য বোঝাতে চেষ্টা করেছিলেন সেই ব্যাক্তি। কিন্তু সেটা থেকে অভিনেত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন যে, যদি আপস করেই কাজ পেতে হয়, তবে তিনি এভাবে কাজ করতে বা বিনোদন জগতে তার ক্যারিয়ার গড়তে বিশেষ আগ্রহী নন।’

 

 

তিনি আরও যোগ করেন, “আমি সরাসরি জানিয়েছিলাম যে ‘কম্প্রোমাইজ’ করার পথে হাঁটতে চাই না। জোর গলায় বলেছিলাম, ‘এইভাবে কেরিয়ারে সফল হতে চাই না আমি।’ তবে যতই বাইরে দৃঢ়তা দেখাই ভিতর থেকে খুব ভেঙে পড়েছিলাম। একজন বন্ধুকেও জানিয়েছিলাম এই ঘটনার কথা। সব শুনেটুনে নিস্পৃহ গলায় সে বলেছিল, ‘তো? এমনটাই তো হয় এখানে। খুব সাধারণ ব্যাপার স্যাপার এসব।”

তবে এসব যে তাকে দমিয়ে রাখতে পারেনি। নিজের অভিনয় দক্ষতার উপর ভর করেই ‘পবিত্র রিস্তা’, ‘বারিষ’-এর মতো বহুল জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে সুযোগ পেয়েছিলেন। এরপর কাজ করেন ‘স্বপ্ন সে ভরে নয়না’, ‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’ এর মতো ধারাবাহিকেও।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন