গোপন বৈঠক ঘিরে এফডিসিতে দুই দলের হট্টগোল

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪

গোপন বৈঠক ঘিরে এফডিসিতে দুই দলের হট্টগোল

বিনোদন ডেস্ক : শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাজনীতি চর্চায় বেশ সরগরম। এরই মধ্যে দুই দলে বিভক্ত হয়েছে এ অঙ্গনের মানুষেরা। তারই রেশ ধরে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুই দলের মধ্যে হট্টগোল হয়েছে বলে জানা গেছে।

এদিন দুপুরে এফডিসির ব্যবস্থাপকের কার্যালয়ে সভা ডাকা হয়। সভা শুরুর আগেই নির্মাতা সায়মন তারিক এবং এফডিসির স্টাফ হান্নান মজুমদারের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে এফডিসির ব্যবস্থাপক এবং সিনিয়দের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হলে সভা শুরু হয়।

 

সভায় উপস্থিত ছিলেন চিত্রনায়ক হেলাল খান, শাহীন সুমন, বদিউল আলম খোকন, শামসুল আলম, অভিনেতা ডি এ তায়েব প্রমুখ।

 

কিন্তু সভা চলাকালে এফডিসির প্রশাসন ভবনের সামনে পুনরায় হট্টগোল শুরু হয়। ম্যানেজার নজরুল এবং নির্মাতা রাশেদ শামীম শ্যামের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু হলে এফডিসির পরিবেশ পুনরায় উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় এফডিসির নির্মাতা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

 

দুই পরিচালক নেতা ও এক নায়কের গোপন বৈঠক ঘিরেই এই হট্টগোলের সূচনা বলে দৈনিক রূপালী বাংলাদেশ-কে জানিয়েছেন নির্মাতা শ্যাম।

 

নির্মাতা সায়মন তারিক জানান, প্রযোজক সমিতির সামনে কিছু লোক দুপুরের খাবার খাচ্ছিলেন। এফডিসির স্টাফ হান্নান আমার কাছে জানতে চায়—আমি কার অনুমতি নিয়ে এখানে খাওয়াচ্ছি? এই বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। তবে বিষয়টি বেশি দূর গড়ায়নি।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন