৯৬তম অস্কারে মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪

৯৬তম অস্কারে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এই পুরস্কারের ২৩টি শাখায় মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

 

মঙ্গলবার রাতে কালিফোর্নিয়ার স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে থেকে এ তালিকা ঘোষণা করেন অভিনেত্রী জাসি বিটস ও অভিনেতা জ্যাক কুয়েড। খবর আল জাজিরার।

 

এবারের মনোনয়নে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ ছবির জয়জয়কার। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ এটি ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছে। এ সিনেমা নির্মিত হয়েছে পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহাইমারকে কেন্দ্র করে।

 

এদিকে, সেরা সিনেমা, সেরা অভিনেত্রীসহ ১১টি শাখায় মনোনয়ন পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’। এ ছাড়া ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ১০টি, ‘বার্বি’ ৮ ও ‘মায়েস্ত্রো’ ৭টি বিভাগে মনোনয়ন পেয়েছে।

 

সেরা চলচ্চিত্রের মনোনয়নের তালিকায় জায়গা করে নেওয়া সিনেমাগুলো হলো—‘আমেরিকান ফিকশন’, ‘অ্যানাটমি অব আ ফল’, ‘বার্বি’, ‘দ্য হোল্ডওভারস’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ত্রো’, ‘ওপেনহাইমার’, ‘পাস্ট লাইভস’, ‘পুওর থিংস’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।

 

সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন ব্র্যাডলি কুপার (মায়েস্ত্রো), কোলম্যান ডমিঙ্গো (রাস্তিন), পল জিম্যাটি (দ্য হোল্ডওভারস), কিলিয়ান মারফি (ওপেনহাইমার) ও জাফ্রি রাইট (আমেরিকান ফিকশন)।

 

সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন অ্যানেট বেনিং (নায়াড), লিলি গ্ল্যাডস্টন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), সান্দ্রা হুলার (অ্যানাটমি অব আ ফল), কেরি ম্যালিগান (মায়েস্ত্রো) ও এমা স্টোর (পুওর থিংস)।

 

সেরা পরিচালকের তালিকায় আছেন জাস্টিন ত্রিয়েত (অ্যানাটমি অব আ ফল), মার্টিন স্করসেজি (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার), ইয়োর্গস লান্থিমোস (পুওর থিংস), জোনাথন গ্লেজার (দ্য জোন অব ইন্টারেস্ট)।

 

প্রসঙ্গত, আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৬তম অস্কারের জমকালো আসর। মনোনয়নপ্রাপ্তদের থেকে চূড়ান্তভাবে নির্বাচিতদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জিমি কিমেল।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন