প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৩
নিউজ ডেস্ক : গতকাল বিকাল ৪.০০ ঘটিকার দিকে বিয়ানীবাজারের উত্তর বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়ালটন শো-রুমের সামনে তানভীর আহমদ নামক এক যুবকে কিছু দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। ঘটনাসূত্রে জানা যায় উক্ত হত্যা কান্ডের পিছনে রাজনৈতিক কোন্দল রয়েছে। ঘটনার দিন গতকাল বিকালে তানভীর আহমদ বাসা থেকে বের হলে হত্যাকারীরা তার উপর অতর্কিত হামলা চালায়। তানভীর আহমদ পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। হত্যাকারীরা ছুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তানভীর আহমদ মারাত্মক রক্তাক্ত জখম প্রাপ্ত হয়।
আসামীগণ সশস্ত্র অবস্থায় থাকায় কেউই সামনে যাওয়ার সাহস পাননি এবং লোকজন জমা হওয়ার আগেই তারা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের পিতা নাজমু ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগ করিলে তিনি জানান তার ছেলের সাথে আসামীদের কোন সম্পর্ক নেই। আসামীরা তার ছেলেকে তাদের গ্রুপে যোগ দেওয়ার জন্য ও তাদের জন্য কাজ করার জন্য বিগত কয়েকদিন যাবৎ চাপ দিচ্ছিলো।
কিন্তু সে তাদের কথায় রাজি হয় নি। তাই তারা তাকে হত্যা করে। তিনি বলেন আসামীদের কারণে জনসাধারণের শান্তিতে এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়ছে। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আফজল হোসেনকে উক্ত হত্যা কান্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, নিহতের পিতা আজ সকালে থানায় এসে হত্যা মামলা দায়ের করেছেন এবং গতকালকে নিহতের পোস্ট মর্টের করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে এবং হত্যা কান্ডের তদন্ত কার্যক্রম চলমান আছে। জড়িত কেউই ছাড় পাবে না, সে যে কেউই হোক না কেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest