ঘুস নেওয়ায় সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫

ঘুস নেওয়ায় সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

5

 

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রতিষ্ঠান চায়না হুয়ারং ইন্টারন্যাশনাল হোল্ডিংসের জেনারেল ম্যানেজার থাকাকালীন ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার ঘুস নেন বাই তিয়ানহুই। আদালত তাকে দোষী প্রমাণিত করে মৃত্যুদণ্ড দিয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সেটি কার্যকরও করেছে চীন সরকার। খবর দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি’র।

 

২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে বিভিন্ন প্রকল্প অধিগ্রহণ ও অর্থায়নে সুবিধা দেওয়ার বিনিময়ে এই বিপুল অর্থ লুটে নেয় বাই। সিসিটিভি জানিয়েছে, চীনের সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্ট—রিভিউ শেষে ওই রায় বহাল রাখেন এবং জানান যে বাই-এর অপরাধ ছিল ‘অত্যন্ত গুরুতর’।

1

 

চীনে দুর্নীতির মামলায় মৃত্যুদণ্ড সাধারণত দুই বছরের স্থগিতাদেশসহ দেওয়া হয়। পরে আজীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। কিন্তু বাই-এর ক্ষেত্রে ২০২৪ সালের মে মাসে একটি আদালত যে রায় দেন। তাতে কোনো স্থগিতাদেশ রাখা হয়নি।

 

তিনি রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন, তবে তা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে খারিজ হয়ে যায়। সুপ্রিম কোর্টের ভাষ্যে, ‘বাই বিপুল পরিমাণ ঘুষ গ্রহণ করেছেন। তার অপরাধের পরিস্থিতি ছিল বিশেষভাবে গুরুতর। এতে সামাজিক প্রভাব ছিল অত্যন্ত নিন্দনীয় এবং রাষ্ট্র ও জনগণের স্বার্থে বিশেষভাবে গুরুতর ক্ষতি হয়েছে।’

 

1

সিসিটিভি জানায়, মঙ্গলবার সকালে তিয়ানজিনে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। মৃত্যুদণ্ড কীভাবে কার্যকর হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

4

 

ওই কোম্পানি হুয়ারংয়ের আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও দুর্নীতিবিরোধী তদন্তে ধরা পড়েছেন। তাদের ভাগ্যে কি আছে, তা নিয়ে চলছে জল্পনা।

1

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8