প্রকাশিত: ৫:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৫
নিউজ ডেস্ক : প্রতিবেশী দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে প্রেম নিবেদন করে ব্যর্থ হন শাহরিয়া আরশ (২১)। পরে স্কুলে যাতায়াতের সময় বা রাস্তাঘাটে প্রায়ই তাকে কুৎসিত অঙ্গভঙ্গি করতেন এবং কুপ্রস্তাব দিতেন। মেয়েটি অতিষ্ঠ হয়ে তার মাকে জানালে তিনি আরশের মাকে বিস্তারিত খুলে বলেন। কিন্তু এতেও থামেন নি তিনি।
আরশ হবিগঞ্জের নবীগঞ্জ থানা এলাকার শেখ জামালের ছেলে।
প্রেমে ব্যর্থ হয়ে আরশ অপহরণ করেন ওই স্কুলছাত্রীকে। গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে বাজার করে বাড়ী ফেরার সময় মেয়েটিকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান আরশ ও তার কয়েকজন সঙ্গী।
তাকে না পেয়ে সম্ভাব্য সব স্থানে খোঁজ করেন মেয়েটির পরিবারের সদস্যরা। পরে নবীগঞ্জ থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন (নং ৪/২১২)। ছায়া তদন্তে নামে র্যাব-৯।
তারই ধারবাহিকতায় শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীটিকে উদ্ধার ও আরশকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।
উদ্ধারকৃত স্কুলছাত্রী ও অপহরণকারী হিসাবে অভিযুক্ত শাহরিয়া আরশকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest