প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫
নিউজ ডেস্ক : মালয়েশিয়ার একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে গবেষণা পদক পেয়েছেন বাংলাদেশি গবেষক তাওহীদ হাসান। মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেংগানু (ইউএমটি) সম্প্রতি গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবন ও গবেষণার শ্রেষ্ঠত্বের জন্য মর্যাদাপূর্ণ রিসার্চ প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে অ্যাওয়ার্ড’ ঘোষণা করেছে।
পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি পিএইচডি গবেষক তাওহীদ হাসান নৌযানের এনার্জি হাইব্রিড মডেল নিয়ে ইউএমটিতে কাজ করেছেন। এর আগেও করোনা মহামারিকালীন সংকটকে মাথায় রেখে দেশের স্বার্থে তিনি সৌরশক্তি পরিচালিত আইসিইউয়ের একটি মডেল তৈরি করেছিলেন। তিনি দুই জন মালয়েশিয়ান পিএইচডি সুপারভাইজারের তত্ত্বাবধানে, বাংলাদেশের অধ্যাপক ও আন্তর্জাতিক এক্সপার্টের সম্পৃক্ততার গবেষণা করেছেন।
ইউএমটি গবেষক তাওহীদ হাসানের বেশ কয়েকটি গবেষণাপত্র রয়েছে এবং এর আগে তিনি গবেষণা বিষয়ক আরও পুরস্কার পেয়েছেন। তিনি বর্তমানে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) -তে ফ্যাকাল্টি ট্রেইনার ও প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান হিসেবে কর্মরত আছেন।
ইউএমটি – অডিটরিয়াম সোলাইমান এ পুরস্কারগুলো প্রদান করা হয়, যার সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আহমেদ নাজরি বিন দাগং। কোরআন তেলাওয়াতের পর শুরু হয় মূল অনুষ্ঠান। ইউএমটি গবেষকরা তাদের অসামান্য গবেষণার জন্য তিনটি বিভাগে পুরস্কার, স্বীকৃতির প্রশংসাপত্র পেয়েছেন। সব পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আরও কয়েকজন বাংলাদেশি গবেষকও রয়েছেন।
ইউএমটি ডেপুটি ডিন, প্রোগ্রামের প্রধান, অনুষদ সদস্য, কর্মকর্তা ও শিক্ষার্থীরা এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest