প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেটে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোরে অভিযুক্ত রহিম উদ্দিন রাজু (৩৩)-কে গ্রেপ্তার করে পুলিশ ও সিআইডির যৌথ দল। গ্রেপ্তারের সময় তার সঙ্গে ‘ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য’ লেখা একটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, কার্ডটির সত্যতা যাচাই-বাছাই চলছে।
মঙ্গলবার দুপুরে জেলা ও মহানগর সিআইডির যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির ডিআইজি ড. মো. আল মামুনুর। এর আগে সোমবার মধ্যরাতে নগরের সাগরদীঘিরপাড় এলাকায় সাইবার মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হন সিআইডির উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম। তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আসামি। পরে ভোরেই প্রধান সন্দেহভাজন রাজুকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সাদাপোশাকে অভিযান পরিচালনার সময় আসামি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। তাকে আটক করতে এগোলে তিনি পকেট থেকে ধারালো ছুরি বের করে এসআই খোরশেদ আলমকে আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই রাতে তার অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে পুলিশ ও সিআইডির একাধিক দল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। ভোররাতে এয়ারপোর্ট থানার মজুমদারী এলাকার একটি মেসে অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার পশ্চিম কোনাগ্রামের রফিক উদ্দিনের ছেলে এবং নগরীর শাপলাবাগ এলাকায় ভাড়া থাকতেন।
সিআইডি জানায়, গ্রেপ্তারের সময় তার কাছে থাকা ভিজিটিং কার্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের কেন্দ্রীয় সদস্যের পরিচয় লেখা ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে সিআইডির ডিআইজি ড. মো. আল মামুনুর আনসারী জানান, রাজুর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে। কোতোয়ালী থানায় একাধিক মামলা ছাড়াও শাহপরাণ থানায় চুরি ও মারপিটের মামলা আছে। এছাড়া পূর্বের এক মামলার বাদীর ছবি সম্পাদনা করে অসদুপায় অবলম্বন ও হয়রানির অভিযোগেও তিনি অভিযুক্ত।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে ওঠার সময় সিআইডির সদস্যরা তাকে আটক করতে গেলে তিনি ছুরি বের করে এসআই খোরশেদকে আঘাত করেন। পরে দৌড়ে পালিয়ে পুনরায় মোটরসাইকেলে উঠে এলাকা ত্যাগ করেন। এরপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest