সিলেটের যেসব এলাকায় শুক্রবার সভা সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫

সিলেটের যেসব এলাকায় শুক্রবার সভা সমাবেশ নিষিদ্ধ

7

 

নিউজ ডেস্ক : সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় শুক্রবার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ- এসএমপি।

 

3

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম।

 

এলাকাগুলো হচ্ছে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট সরকারী মহিলা কলেজ ও সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন এলাকা।

7

 

8

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার জন্যই এই নিষেধাজ্ঞা। এ তিনটি কলেজ কেন্দ্রে শুক্রবার সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

এ কারণে ওই দিন পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্ব থেকে মানে সকাল ৯টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে মিছিল সভা সমাবেশ, গান-বাজনা, হৈচৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন, লাউড স্পিকার, বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যেকোনো কাজ নিষিদ্ধ।

6

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5