প্রকাশিত: ৭:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও গ্রামে গত ৭ ডিসেম্বর রাত আনুমানিক ৯টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ সেলিম আহমেদের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সন্মানিত মহাপরিচালক মহৎ মানবিকতার পরিচয় দিয়ে ক্ষতিগ্রস্ত সদস্যের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রদান করেন।
উক্ত নির্দেশনা মোতাবেক সিলেট রেঞ্জের উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট সুনামগঞ্জকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে জেলা কমান্ড্যান্ট সুনামগঞ্জ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি শীতবস্ত্র—কম্বল ও উইন্টার কোট—বিতরণ করা হয়। পরবর্তীতে রেঞ্জ উপমহাপরিচালক বিষয়টি অতিরিক্ত মহাপরিচালক ও মহাপরিচালক মহোদয়কে অবহিত করলে তাঁরা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
মহাপরিচালক এর নির্দেশনা মোতাবেক ৯ ডিসেম্বর উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান (বিভিএমএস, পিএএমএস) ঘটনাস্থলে সরেজমিন পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। এসময় বাহিনীর পক্ষ থেকে গৃহনির্মাণে সহায়তা হিসেবে ২ বান টিন এবং নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সর্বাত্মক সহায়তার নিশ্চয়তা প্রদান করেন।
এ সময় তিনি বিলেন,মহাপরিচালক শুধু আমাদের বাহিনীর অভিভাবক নন, তিনি সকল মানুষের জন্য মহানুভবতার উজ্জ্বল দৃষ্টান্ত। এ প্রসঙ্গে তিনি বলেন, করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই হাজারেরও অধিক মানুষদের পাশে নয় দিন দু বেলা শুধু খাদ্য সামগ্রী বিতরণ করার ব্যবস্থা করেন নি, তিনি তাদের সবার জন্য শীতের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করেছেন এবং শিশুদের জন্য শিশু খাদ্য ( গুড়ো দুধ) বিতরণ করার ব্যবস্থা করেছেন যা মানবিকতা ও মহানুভবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সর্ব মহলে প্রশংসিত হয়েছে। তিনি আরো বলেন আজ যখন আনসার ও ভিডিপির একজন সহকারী ইউনিয়ন আনসার কমান্ডারের বাড়িঘর পুরে যাওয়ার পাশাপাশি ছেলেকে বিদেশে পাঠানোর পাসপোর্ট,টাকা পয়সাসহ মোট ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় তখন বাহিনীর আন্তরিক ও পরম দরদী অভিভাবক হিসেবে কমান্ডার সেলিম আহমেদের পাশে দাঁড়িয়েছেন। এ সময় তিনি প্রশাসন ও সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্ত সকলের পাশে দাঁড়ানোর আহবান জানান।
বিপদের মুহূর্তে বাহিনীর শীর্ষ পর্যায় থেকে এমন মানবিক সহায়তা ও দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় মোঃ সেলিম আহমেদ বাহিনীর মহাপরিচালক এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “মহাপরিচালকের এই সহানুভূতি আমাদের মানবিক নিরাপত্তার দৃঢ় ভরসা। তাঁর প্রতি আমি গভীর কৃতজ্ঞ।
বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি মহাপরিচালকের অকৃত্রিম ভালোবাসা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest