সিলেটে আওয়ামী লীগ ৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫

সিলেটে আওয়ামী লীগ ৬ নেতাকর্মী গ্রেপ্তার

7

 

নিজস্ব প্রতিবেদক : অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় সিলেটে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ বা তার অঙ্গ-সংগঠনসমুহের নেতাকর্মী।

8

 

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।

1

 

তারা জানায়, শনি ও রবিবার নরগীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের দক্ষিণ সুরমা থানাধীন কায়স্তরাইলের কনকর্ড আবাসিক এলাকার ৮নং সড়কের ৯২নং বাসার মৃত ইসহাক মিয়া ও নুরজাহান বেগমের ছেলে আওয়ামী লীগের সক্রিয় সদস্য তায়েফ আহমদ (৩৬), সুনামগঞ্জের দিরাই থানাধীন ভাটিপাড়া গ্রামের মৃত বিটু মিয়ার ছেলে বর্তমানে এয়ারপোর্ট থানাধীন হাউজিং এস্টেটের ৪নং লেনের ২১নং বাসার মো. ফেরদৌস রহমান (২৩), জালালাবাদ থানার সোনাতলা গ্রামের খুরশিদ আলীর ছেলে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য তানজির আলী (৩৫), মোগলাবাজার থানার জাহানপুরের মৃত সাজিদ আলী ও মৃত আলফাতুন নেছার ছেলে, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবিদুর রহমান আবিল (৪৬), সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহপরান থানার সাদিপুর নোয়াগাঁওয়ের মৃত আনছার আলীর ছেলে মুমিনুল ইসলাম মুমিন (৩৫) ও শাহপরাণ থানার মেন্দিবাগ এলাকার মৃত তাজ উদ্দিনের ছেলে ও মহানগর যুবলীগের সক্রিয় সদস্য তুহেল আহমদ (৩৩)।

8

 

তারা সবাই বিস্ফোরক উপাদানাবলী, সন্ত্রাস বিরোধী আইন ও পেনাল কোড মামলার সন্ধিগ্ধ আসামী বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।

 

তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

 

8

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5