প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫
বিনোদন ডেস্ক : একদিকে টিভি পর্দায় প্রচারচলতি ধারাবাহিকের শুটিংয়ের চাপ। একইসঙ্গে চলছে নতুন সিনেমা ‘অটবী’র শুটিং। তার মধ্যেই চলছে ‘পাখি’খ্যাত ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার বিয়ের তোরজোড়।
সৌমাভ বন্দ্যোপাধ্যায়ের সিনেমার শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমায় প্রথমবার দেখা যাবে মধুমিতাকে। এর তাই বলা যায় বছর শেষে নতুন অনেক কিছুই ঘটছে অভিনেত্রীর জীবনে। এরই মাঝে কীভাবে নিজের বিশেষ দিনটা উদযাপন করবেন ভেবে ফেলেছেন তিনি।
বিয়ের দিনক্ষণ এখনও সঠিকভাবে নির্ধারিত না হলেও শোনা যাচ্ছে যে, মধুমিতার নাকি বিয়ের দিনের জন্য চিরাচরিত লাল শাড়িই পছন্দ। লাল বেনারসিতেই এদিন সাজার পরিকল্পনা করেছেন তিনি। তবে রিশেপসনে কীভাবে সাজবেন বা কী শাড়ি পড়বেন তা নাকি এখনও ঠিক করে উঠতে পারেননি। তবে সময় পেলেই নাকি কেনেকাটা করছেন তিনি।
শুধু তাই নয়, শুটিংয়ের ফাকে নাকি প্রিয়জনেদের কাছে আইবুড়োভাত খেতেও নাকি যাচ্ছেন অভিনেত্রী। পছন্দের ভেটকি পাতুরি, বিরিয়ানি, পোলাও দিয়েই নাকি আইবুড়োভাত খাওয়ার ইচ্ছা অভিনেত্রীর। এখানেই শেষ নয়, নিজে বাঙালি পদ ভালোবাসেন বলে বিয়ের মেনুতেও নাকি বাঙালি সুস্বাদু সব খাবারও রাখবেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের পূজার সময়েই বন্ধু-প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে পরিচয় করিয়েছিলেন মধুমিতা সরকার। সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর থেকেই তাদের বিয়ে নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। দ্বিতীয়বার যে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী তা আগে নিশ্চিত করলেও সঠিক দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি কিছুই।
এদিকে শোনা যাচ্ছে, নতুন বছরে ২৩ জানুয়ারিই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমকে মধুমিতা জানিয়েছিলেন, দু’টি দিন নিয়ে ভাবনাচিন্তা চলছে। ভেন্যু পাওয়ার উপর নির্ভর করবে তার বিয়ের দিন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest