প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫
পরকীয়ায় জড়িত এক নারীর রুদ্ধশ্বাস পলায়নের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবি- সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : পরকীয়ায় ধরা পড়ে চীনের এক বহুতল ভবনের ১০ম তলা থেকে ঝুলে পড়ে প্রাণ রক্ষা পেয়েছেন এক তরুণী। পরকীয়া প্রেমিকের স্ত্রী হঠাৎ এসে উপস্থিত হওয়ায় তিনি পাইপ ধরে নিচে নামেন এবং নবম তলার একটি ফ্ল্যাটের জানালার কাছে পৌঁছান, যেখানে তাকে নিরাপদে ভেতরে নেওয়া হয়। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
জানা যায়, ঐ তরুণী তার প্রেমিকের সঙ্গে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন। আচমকা প্রেমিকের স্ত্রী এসে উপস্থিত হলে প্রেমিক নারীকে দ্রুত বারান্দায় পাঠান। আতঙ্কিত তরুণী তখন সাহসিকতার সঙ্গে ঝুলে পড়েন। শুধু ঝুলে থাকা নয়, তিনি পাইপ ধরে সাবধানতার সঙ্গে এক তলা নিচে নেমে নবম তলার জানালার কাছে পৌঁছান। ফ্ল্যাটের বাসিন্দারা তাকে নিরাপদে ভেতরে টেনে নেন এবং তার জীবন রক্ষা করেন।
আশেপাশের বাসিন্দারা ঘটনাটির ভিডিও ধারণ করেন এবং পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। নেটিজেনরা নারীটির সাহসিকতা দেখে স্তম্ভিত হয়েছেন। আবার কেউ প্রেমিক পুরুষটিকে ‘কাপুরুষ’ বলছেন। অনেকেই নিরাপত্তা সরঞ্জামের অভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় এমন সাহসিকতা দেখানোকে বিপজ্জনক মনে করেছেন।
চীনের সামাজিক পরিসংখ্যান অনুযায়ী, বিবাহবিচ্ছেদের হার ক্রমবর্ধমান। সরকারি তথ্য অনুসারে, ১৯৯৮ থেকে ২০১৮ সালের মধ্যে বিবাহবিচ্ছেদের সংখ্যা চারগুণ বেড়েছে। ২০২৩ সালের মধ্যে প্রায় ৩.৬ মিলিয়ন দম্পতি বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে চীনা সরকার বিবাহবিচ্ছেদের হার কমানোর জন্য নতুন পদক্ষেপ নিয়েছে। ২০২১ সালে ‘কুলিং-অফ’ পিরিয়ড কার্যকর করা হয়, যেখানে আবেদনকারী দম্পতিদের ৩০ দিনের মধ্যে আবেদন প্রত্যাহার করার সুযোগ দেওয়া হয়।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা বিপজ্জনক পরিস্থিতির পাশাপাশি নারীটির সাহসিকতাকেও প্রশংসা করছেন। একই সঙ্গে তারা সতর্ক করেছেন, কোনোভাবেই এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত নয়, কারণ একটি ভুল দিকচলই মৃত্যুর আহ্বান জানাতে পারে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest