প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫
নিউজ ডেস্ক : পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আব্দুল আহাদের সাথে সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিনের অসৌজন্যমূলক আচরণে তীব্র নিন্দা, উদ্বেগ জানাচ্ছে সিলেট জেলা প্রেসক্লাব।
সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এক বিবৃতিতে বলেন, তথ্য দেওয়ার কথা বলে সাংবাদিককে ডেকে নিয়ে অসৌজন্যমূলক আচরণ একজন প্রজাতন্ত্রের কর্মচারি ধৃষ্টতা দেখিয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায় মনে করছেন ক্লাব নেতৃবৃন্দ। অচিরেই এই ঘটনায় দুঃখপ্রকাশ না করলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, একটি সংবাদের ফলোআপের জন্য বক্তব্যের প্রয়োজনে সিসিকের নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিনকে মোবাইল ফোনে কল দেন সাংবাদিক আব্দুল আহাদ। কিন্তু বক্তব্য না দিয়ে ফোন সাংবাদিকতা বাদ দিয়ে সরাসরি অফিসে গিয়ে বক্তব্য নিতে পরামর্শ দেন সরকারি এই কর্মকর্তা। গত রোববার (১৪ ডিসেম্বর) বক্তব্য নিতে সিসিকের নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে তার দফতরে গেলে তিনি এক ঘন্টা বসিয়ে রাখার পর সাক্ষাতের সুযোগ দেন। সে সময় তার দপ্তরের দুর্নীতিবাজ প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে অভিযোগ দিতে বলেন। ঘটনাটি অভিযোগের পর্যায়ে পড়ে না তাঁকে বুঝানোর পরও পত্রিকার ডিক্লারেশন কপি চান। এক পর্যায়ে বক্তব্য না পেয়ে নিরুৎসাহিত হয়ে সাংবাদিক আব্দুল আহাদ প্রস্থানকালে তাকে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য করেন এই কর্মকর্তা। এর প্রতিবাদ করে বেরিয়ে আসেন আব্দুল আহাদ। কিন্তু এখানেই ক্ষান্ত থাকেননি এই কর্মকর্তা, তিনি পত্রিকার এই প্রতিবেদকের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার হুমকি দেন। পাশাপাশি হয়রানী করতে তথ্য মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে প্রতিবেদন দেওয়ার জন্য তার বৃত্তান্ত চান। আব্দুল আহাদ স্বশরীরে এসে সিসিকের সিইও রেজাই রাফিনের অসৌজন্যমূলক আচরণের ঘটনাটি ক্লাব নেতৃবৃন্দকে অবগত করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest