প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আবু হান্নান দেলওয়ার হোসেন বলেছেন, হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর প্রশাসন বাস্তবায়নে কারদাতার সাথে কর কর্মকর্তার ফেসলেস যোগাযোগের মাধ্যমে ব্যবসায়ী নিবন্ধন ও ভ্যাট প্রদানের কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এলক্ষ্যে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। এনবিআর সফটওয়্যারভিত্তিক ব্যবসায়ী লেনদেনে যেতে চায়।
সিলেট, ১০ ডিসেম্বর, ২০২৫(বাসস) : কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উদ্যোগে ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ -২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে আজ (১০ ডিসেম্বর) গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি আরো বলেন, এনবিআরের সেবাকে ব্যবসায়ীবান্ধব করার জন্য অনেকগুলো সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে ভ্যাট সংক্রান্ত অধিকাংশ কার্যক্রম ম্যানুয়াল সিস্টেম থেকে বের হয়ে আটোমেটেড করা হবে সে লক্ষ্যে ই-রিটার্ন ও ই-পেমেন্টের জন্য ট্যাক্স রিপ্রেজেনটটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে।
রাজস্ব আহরণ করে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থের সংস্থান করাই জাতীয় রাজস্ব বোর্ডের মূল উদ্দেশ্য উল্লেখ করে তিনি বলেন, একটি দেশ উন্নত হওয়ার সাথে সাথে ভ্যাট ও ট্যাক্স বাড়তে থাকে। ভ্যাট থেকেই সবচেয়ে বেশি রাজস্ব আহরণ হয়ে থাকে। দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে ব্যবসায়ীদের স্বেচ্ছায় নিবন্ধন ও ভ্যাট প্রদান করতে হবে। ব্যবসার নিবন্ধন ও নিয়মিত ভ্যাট প্রদান করা সকল ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণের জন্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত দিয়েছে। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সকলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করে ২৪-এ চেতনায় হয়রানিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার খন্দকার নাজমুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন সিলেট অঞ্চলের কর কমিশনার ভূব মোহন ত্রিপুরা ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আশরাফুর রহমান।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কমিশনার মীর আবু আবদুল্লাহ আল-সাদত ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন রিজভী। এসময় সিলেটের বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest