প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক : ছোট দেশের বড় তারকা হিসেবে ক্রিকেট বিশ্বে জনপ্রিয় রশিদ খান। আফগান এই লেগ স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
দেশের ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএলের পোস্টার বয় বনে গেছেন রশিদ খান। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে বিশ্ব সেরাদের সঙ্গে খেলে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন আফগান এই লেগি। সুযোগ পেলেই সেই অভিজ্ঞতা শেয়ার করেন সতীর্থদের সঙ্গে। তার পরামর্শে দীর্ঘ এক বছর পর ওয়ানডে ক্রিকেটে ফিরে বিশ্ব রেকর্ড গড়েছেন ইবরাহিম জাদরান।
বুধবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় আফগানিস্তান। এই ম্যাচে ইংরেজ বোলারদের তুলোধুনো করে ১৪৬ বলে ১২টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ১৭৭ রানের টুর্নামেন্টের রেকর্ড সর্বোচ্চ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েন আফগান তারকা ওপেনার ইবরাহিম জাদরান। তার ব্যাটিং তাণ্ডবের কারণেই ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে যাওয়া আফগানিস্তান, শেষ পর্যন্ত ৭ উইকেটে ৩২৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।
প্রথম ইনিংস শেষে রেকর্ড গড়া ইনিংস খেলার অনুপ্রেরণায় সতীর্থ রশিদ খানকে কৃতিত্ব দেন ইবরাহিম জাদরান। আফগান তারকা ওপেনার বলেন, খেলার আগে রশিদ খানের সঙ্গে আমার আড্ডা হয়। আমি যখনই রশিদ খানের সঙ্গে খেলা নিয়ে আলাপ-আলোচনা করি তখন বড় স্কোর পাই।
ইবরাহিম জাদরান আরও বলেছেন, আমি গত এক বছর ওয়ানডে ক্রিকেটের বাইরে ছিলাম। এই ম্যাচের আগে গত দুই দিন আমি ইংলিশ সাবেক তারকা জোনাথন ট্রটের সঙ্গে কথা বলেছি, সেই দুই দিন তাকে জিজ্ঞেস করলাম, কি দেখছ, ভিন্ন কিছু? বললেন, ‘তুমি খুব ভালো খেলছ। একবার ৪০ রান পেরিয়ে গেলে বড় ইনিংস খেলবে।’
১৭৭ রানের ইনিংস খেলার পেছনে ব্যাটিং পরামর্শক পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ইউনিস খানকেও কৃতিত্ব দিয়েছেন ইবরাহিম। তিনি বলেন, আমাকে ইউনিস খান ভালো পরামর্শ দিয়েছেন। তিনি তার ক্যারিয়ারের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করছেন। আমি নেট সেশনে তার সঙ্গে ব্যাটিংয়ের খুঁটিনাটি অনেক কথা বলার চেষ্টা করছি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest