প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
বিনোদন ডেস্ক : বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪-এ শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ভূষিত হলেন নির্মাতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব কে এম মাহমুদ হাসান। শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। নাটক ‘আমি তুমি ও সে’ পরিচালনার জন্য টেলিভিশন শাখায় শ্রেষ্ঠ পরিচালক হিসেবে তাকে এ পুরষ্কার দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা বেগম তার হাতে পুরষ্কার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আবুল হোসেন মজুমদার।
এবার বাবিসাস ’২৩-’২৪ আজীবন সম্মাননা লাভ করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আনোয়ারা বেগম, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং সংগীতে ফেরদৌস আরা। বিশেষ সম্মাননা পেয়েছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা, রুবেল এবং গণমাধ্যম ব্যক্তিত্ব তাশিক আহমেদ।
বিভিন্ন ক্ষেত্রে আরও পুরষ্কার পান- ডিএ তায়েব, মামনুন হাসান ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সিয়াম আহমেদ, শিবা সানু, রাশেদ মামুন অপু, খালেদ হোসেন চৌধুরী মো. ফাহাদ, গোলাম কিবরিয়া তানভীর, রোমানা ইসলাম মুক্তি, শবনব বুবলী, শবনম পারভীন, অর্পনা রানী রাজবংশী, ববি হক প্রমুখ।সংগীতে বিশেষ অবদানস্বরূপ সম্মানিত হন- শিল্পী মনির খান, রবি চৌধুরী, ইথুন বাবু, বেবি নাজনীন, ডলি শায়ন্তনি, তসিবা বেগম প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘ ২৬ বছর যাবত এটিএন বাংলায় অনষ্ঠান বিভাগের দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিতভাবে নাটক এবং অনুষ্ঠান নির্মাণ করে আসছেন কে এম মাহমুদ হাসান। তার পরিচালিত অসংখ্য নাটক দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি তার পরিচালনায় নির্মিত বিভিন্ন টিভি অনুষ্ঠান ও ডকুমেন্টারি দর্শক মহলে প্রশংসা অর্জন করেছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest