প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা শহীদ মিনারে ৫২’র ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা শহীদ মিনারে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা করেন নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়। তবে দক্ষিণ সুরমা উপজেলা শহীদ মিনারে কোন রাজনৈতিক দল বা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায় নি।
সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শেখ আজিম-উর রশীদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার রীমা দাস, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মোগলাবাজার থানার ইনস্পেক্টর (তদন্ত) কাজী তোবারক হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, আশরাফুল ইসলাম এমরান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, সদস্য শামীম আহমদ তালুকদার, আবু বক্কর তালুকদার, সাংবাদিক জাবেদ এমরান প্রমুখ।
আলোচনা সভা শেষে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও দক্ষিণ সুরমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest