প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে চারিথ আসালাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরি এবং মহেশ থিকশানার বিধ্বংসী বোলিংয়ে ৪৯ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা।
দলীয় ৬ রানের মাথায় দুই ওপেনার ফিরে যান। টপ-অর্ডারের চার ব্যাটার দ্রুত সাজঘরে ফেরার পর দলের হাল ধরেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তার ১২৬ বলে ১২৭ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ২১৪ রান তোলে শ্রীলঙ্কা। ভেল্লালাগে ৩৪ বলে ৩০ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
২১৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। দুই ওপেনার দ্রুত সাজঘরে ফেরার পর লঙ্কান স্পিনারদের সামনে প্রতিরোধ গড়তে পারেননি স্টিভ স্মিথরাও। মাত্র ১৬৫ রানে গুটিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
শ্রীলঙ্কার হয়ে মহেশ থিকশানা ৪ উইকেট শিকার করেন। আসিথা ফার্নান্দো ও দুনিথ ভেল্লালাগে নেন দুটি করে উইকেট। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest