প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : গত ২৮ আগস্ট থেকে শুরু হওয়া ২৫২৫৫ জন জনসংখ্যা অধ্যুষিত পৃথিমপাশা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের প্রায় প্রতিটি ঘরে ঘরে পরিচিতি প্রচারণা, দোয়া প্রার্থনা ও বিশেষ সমীক্ষার কাজে নিয়োজিত ইউনিয়নবাসীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান ।
গত ২৮-৩১ আগস্ট চার দিন পৃথিমপাশা ইউনিয়নব্যাপী এই বিশাল ক্যাম্পেইনে ইউনিয়নের পুরসাই, দেওগাও, খনকার গাও, গণিপুর, মুদিপুর, সুলতানপুর, দৌলতপুর,আসামপুর, রবিরবাজার,, গরগাও, পৃথিমপাশা পশ্চিম, পৃথিমপাশা পূব, কাণীকিয়ারী,রাজনগর,সদপাশা,,ইটাকাওরী, নন্দিরগ্রাম,, রাজনগর ২,ছৈদল,,ইউসুব সদর, কানাইটিকর, সুজাপুর, সম্মান, বাকরনগর, রাজাপুর, সাইলকিয়া, গজভাগ, আলীনগর, আমুলী, ধামুলী, ধলিয়া, গণকিয়া, সিকরিয়া, দশটেকিসহ সকল গ্রামের প্রায় প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সেচ্চাসেবীরা লিফ্লেট বিতরণ ও তথ্য সংগ্রহ করেন।
এই সমীক্ষায় অংশ নিয়েছেন, সরকারী বেসরকারী চাকুরিজীবী, ব্যবসায়ী, কৃষক, গৃহিনী, শ্রমজীবী, রাজনৈতিক কর্মী, মুসল্লী, সংখ্যালঘু, মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থী, স্কুল কলেজ শিক্ষক ও শিক্ষার্থী, বেকার, মৎসজীবী, নতুন ভোটার,প্রবাসী পরিবার প্রমুখ। এর মাধ্যমে এলাকার চাহিদা, প্রাপ্তি, সুবিধা, অসুবিধা এবং পছন্দের প্রার্থী নিয়ে তথ্য উপাত্থ সংগ্রহ করা হয়েছে।
উল্লেখ্য গত ৩ আগস্ট থেকে কুলাউড়া উপজেলার সকল ইউনিয়নে বিশেষ সমীক্ষা (জরিপ) পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে গত ৩-৬ আগস্ট জয়চন্ডী, ৯-১১ আগস্ট ভুকশিমইল, ৭-৮ আগস্ট কাদিপুর, ১২-১৮ আগস্ট বরমচাল ও ভাটেরা, ১৯-২২ আগস্ট কর্মধা, ২৩-২৮ আগস্ট ব্রাহ্মণবাজার এবং ২৬-৩০ আগস্ট হাজিপুর ইউনিয়নে এই বিশেষ সমীক্ষা জরিপ সম্পন্ন হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest