প্রকাশিত: ৫:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউপির ৯ নং ওয়ার্ডের দক্ষিণ কেওলাকান্দি (হাজীপুর) এর প্রতিদিন হাজার হাজার জনসাধারণের চলাচলের সরকারী রাস্তা দখলমুক্ত করে সরকারী রাস্তা প্রশস্তকরণ ক্রমে পথচারী ও যানবাহন নির্বিগ্নে চলাচলের স্বার্থে এক মহতি উদ্যোগ গ্রহণ করেন অত্র এলাকার নবীণ ও প্রবীণ ব্যক্তিবর্গ।পঞ্চায়েতের শত শত মানুষের উপস্থিতিতে ও কুলাউড়া উপজেলার এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার,মরীর সহ গুরুত্বপূর্ণ মুরব্বিদের অংশগ্রহণে নিরপেক্ষ জরিপ করে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এলাকার ভিতরের রাস্তার এক পাশ বাগান সীমা দক্ষিণ থেকে অপর পাশ উত্তর সীমানা ব্রীজ পর্যন্ত সরেজমিন ম্যাপ ও ভলিয়ম ইত্যাদি বই ফলো করে মাপঝোঁক করে পাকা খুঁটির পিলার মাটিতে সীমানা নির্ধারণ কর্মসূচির আয়োজন সফল ভাবে সম্পন্ন হয়।
এতে দীর্ঘ দিনের অবহেলিত এই এলাকার আগামীতে রাস্তাটির বরাদ্দ হলে পিচ রাস্তা করে সম্পন্ন হলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন।পাশাপাশি ছাত্র/ছাত্রী,পথচারী ও যানবাহন ঝুঁকিহীন ভাবে চলাচল করতে সক্ষম হবেন এটা দীর্ঘ দিনের স্বপ্নের প্রত্যাশা।দেশ ও প্রবাসী গ্রুপের আন্তরিক সহযোগিতা ও তত্ত্বাবধানে এই মাইলফলক কর্মসূচীতে এলাকার মানুষের সহযোগিতা একটি মাইলফলক ভূমিকা হিসেবে পালন হবে।
কাজী সজিব আহমদ তালুকদার,প্রবাসী আলমগীর হোসেন,আং মতিন,মাওলানা মুকিত,আছকির,হারিছ,আমরু মিয়া,মাইনুল,মদরিছ,আবু,সকু মিয়া,জাহাঙ্গীর,মুহিত,জসিম,আমির,রহিম,ইউনুছ,আরমান,ছুলেমান,তজমুল সহ আরো অনেক গুরুত্বপূর্ণ লোকজন।
ইউএনও ও এসিল্যান্ড এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।তহশিলদার,সার্ভেয়ার ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সুন্দর ভাবে কার্যক্রম সম্পন্ন হয়।
আন্তরিক সহযোগিতা করেন সমাজসেবক জয়নাল আবেদীন বাচ্চু,সজল,আবুল,শামিম,ইউপি চেয়ারম্যান বুলবুল,ইয়াকুব আলী,মুজিব গ্রুপ সহ এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ,যুব সমাজ ও মুরব্বিয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।





অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest