সিলেট লালদীঘির পাড়ে স্টেশনারি দোকানের ফের হামলা ও ভাঙচুর

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৩

সিলেট লালদীঘির পাড়ে স্টেশনারি দোকানের ফের হামলা ও ভাঙচুর

2

নিউজ ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশন এলাকায় এক স্টেশনারি দোকানে সন্ত্রাসী কায়দায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সিলেট জেলার বন্দরবাজার লালদীঘির পাড় রোডে।

6

 

8

ভুক্তভোগী দোকানদার মো: তাজুল ইসলাম (৩০)অভিযোগ করেছেন, গতকাল ২৮শে জুন ২০২৩ বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে একদল দুর্বৃত্তিকারী যারা সম্ভবত ছাত্রলীগের লোক এসে আমাকে না পেয়ে দোকানের কর্মীর কাছে আমার অবস্থান জানতে চায় তখন আমার স্টোর কর্মীর সাথে কথা কাটাকাটি করলে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার দোকানে হামলা ও ভাঙচুর চালায়।তারা দোকানের ভেতরে ঢুকে তাকে বেধড়ক মারধর করে।

 

কিল-ঘুষি, চর-থাপ্পড়ের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে লীলা ফুলা জখম করে। হামলাকারীরা দোকান ভাঙচুর করে প্রায় ৬ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে মো: তাজুল ইসলাম দাবি করেন। ভুক্তভোগী আরো জানান গত ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে আমার দোকানে এসে একদল ছাত্রলীগ সন্ত্রাসী আমাকে চাঁদা দাবি করে আক্রমণ করেছিল। ঘটনার সময় আশপাশের মানুষ, বিশেষ করে সুজা মিয়া (৩৮), পিতা সাইদুল মিয়াসহ কয়েকজন স্থানীয় লোক এগিয়ে এলে হামলাকারীরা তাদের দিকেও লাঠিসোটা ও রামদা উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ পাওয়া গেছে।

6

 

5

স্থানীয়দের অনেকে দাবি করছেন, এ সরকারের আমলে ছাত্রলীগের বেপরোয়া দুর্বৃত্তকারীদের দ্বারা লালদিঘীরপাড় এলাকায় ইদানীং দোকানদারদের ওপর বেপরোয়া আচরণ, চাদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের প্রবণতা বাড়ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা জরুরি বলে মত দিয়েছেন অনেকে।

 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মোটো ফোনে আলাপ করলে তিনি জানান, লালদীঘির পারে একটা হামলার ঘটনা শুনেছেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3