প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫
নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট নগরীতে আনন্দ মিছিল বের করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মিছিলটি নগরীর পুরানলেনস্থ ডায়াবেটিস গল্লির সামন থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়।
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন এর যৌথ পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
এসময় তিনি বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তিনি আপসহীন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন আশার সঞ্চার হয়েছে। যুবসমাজ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করবে।
মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি দেশের নির্যাতিত গণতন্ত্রের কণ্ঠস্বর। তার দেশে ফেরা মানে জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরে পাওয়ার পথ আরও সুগম হওয়া। যুবদল রাজপথে থেকে যে কোনো আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে যুবসমাজ নতুন করে জেগে উঠেছে। অবৈধ শাসনের বিরুদ্ধে যুবদল অতীতেও সংগ্রাম করেছে, ভবিষ্যতেও করবে। তার স্বদেশ প্রত্যাবর্তন গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সৃষ্টি করবে।
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন বলেন, তারেক রহমানের দেশে ফেরা এদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। যুবদল তার নির্দেশনায় রাজপথে সক্রিয় থাকবে এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।
মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জাল হোসেন বেলাল, জেলার সিনিয়র সহ সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, মহানগরের সহ সভাপতি প্রাণেষ দেব, ময়নুল ইসলাম, বেলাল আহমদ, মামুন আহমদ মিন্টু, মো. লাহিন আহমেদ, জেলার সহ সভাপতি আবুল হাসানাত, মির্জা জাহেদুর রহমান, মহানগরের সহ সভাপতি মো. জুয়েল আহমদ জুবের, মো. ময়নুল ইসলাম, জেলার সহ সভাপতি শহিদুল ইসলাম মনু, মহানগরের সহ সভাপতি মালেক বক্স, মুমিনুর রহমান তানিম, জেলার সহ সভাপতি ডি এইচ খান মিশু, আব্দুস সালাম লয়লু, মহানগরের সহ সভাপতি মো. কুতুব উদ্দিন, মহানগরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম রুমেল, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মো ইছহাক আহমদ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমদ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী শামীম, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু মিয়া, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ সেলু, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান সুমন, আহমদ খান জুনেদ, জাহিদ হাসান, এম এ সালাম, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. সাকিব ইসলাম, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন খান হাসান, সহ সাধারণ সম্পাদক নুর মো. খান তাইফুর, জেলার সহ সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাহেল আহমদ, মহানগরের সহ সাধারণ সম্পাদক মকসুদুল করিম ইমন, হিবজুর বিশ্বাস রাজু, শাহীন উদ্দিন আহমদ, মো. ছবরুল ইসলাম, হাসান আহমদ রাসেল, মো. রাহাত আহমদ টিপু, মাইদুল ইসলাম শাহিন, জেলার সহ সাধারণ সম্পাদক নাহিয়ান আহমদ রিপন, সহ সাধারণ সম্পাদক মো. আনোয়ার কাদির, জেলা সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, মহানগরের কোষাধ্যক্ষ মো. মেহেদী হাসান সাজাই, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলার দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, মহানগরের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, জেলার যোগাযোগ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সামাদ, মহানগরের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ বাপ্পী, জেলার ধর্ম বিষয়ক সম্পাদক সাজিব আহমদ, জেলার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক সাজু মাহমুদ, মহানগরের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক রুমন আহমদ, জেলার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদরুল আলম, মহানগরের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক মো. মিনার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ, এস এম সেপুল, মেরাজ ভূঁইয়া পলাশ, মো. আশরাফ হোসেন সোয়েব, সাব্বির আহমদ বাবু, জেলার সহ সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ রনি, মো. আবেদ আলী, শেখ মো. জাকির হোসেন, আব্দুল আলিম, মহানগরের সহ কোষাধ্যক্ষ মাছুম আহমদ, সহ দপ্তর সম্পাদক মো. শাহীন আলম, হাসান মো. মিরাশ, জেলার সহ দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, সহ ক্রীড়া সম্পাদক সৈয়দ মজনু মিয়া, মহানগরের সহ শিল্প বিষয়ক সম্পাদক মো. সুহেল আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফাইয়াজ আলম, মো. সিদ্দিক পারভেজ, জেলার সহ শিল্প বিষয়ক সম্পাদক মো. লাকি মিয়া, মহানগরের সহ কৃষি বিষয়ক সম্পাদক দিলীপ কুমার চন্দ, সহ ত্রাণ ও পূর্ণবাসন বিসয়ক সম্পাদক ইমন আহমদ, সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, যুক্তরাজ্য যুবদলের সহ দপ্তর সম্পাদক দিলদার হোসেন সুমন প্রমুখ।
এছাড়াও সিলেট জেলা ও মহানগর যুবদল, সিলেট জেলা যুবদলের অধীনস্থ সকল উপজেলা ও পৌর এবং মহানগর যুবদলের অধীনস্থ সকল ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা নানা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest