প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হায়দারবাদে ট্যাক্সি চালকের বিরুদ্ধে জার্মান এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ওই ট্যাক্সি চালককে গ্রেপ্তার করেছে।
জানা যায়, ২৫ বছর বয়সী ওই তরুণী ভারতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন।
পুলিশ জানায়, হায়দরাবাদ শহর ঘুরে দেখতে অভিযুক্তের ট্যাক্সিতে চড়েছিলেন জার্মানী ওই তরুণী। পাহাড়ি শরিফ নামক এক নির্জন এলাকায় ট্যাক্সি চালক তরুণীকে ধর্ষণ চেষ্টা করেন।
এ বিষয়ে ওই তরুণী জানিয়েছেন, গত ৪ মার্চ এক জার্মানী বন্ধুর সঙ্গে ভারতে আসেন তিনি। ভারতে এক বন্ধুর সঙ্গে দেখা করার কথা ছিল তাদের।
সোমবার (৩১ মার্চ) ওই তরুণী এবং তার বন্ধু মিরপেট এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখানেই গিয়ে ট্যাক্সি অভিযুক্ত ট্যাক্সিতে চড়েন তারা।
ফেরার পথে হায়দরাবাদের মামিডিপ্যালিতে তার বন্ধু নেমে যান।
পরে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ একটি নির্জন এলাকায় জার্মান তরুণীকে একা পেয়ে ট্যাক্সি চালক তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেন তিনি।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest