প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫
স্পোর্টস ডেস্ক : জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শেষে সোমবার (২০ জানুয়ারি) সিলেট দল এমএজি ওসমানী বিমান বন্দরে আসলে শুভেচ্ছা জানান সিলেট বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সিলেটে আয়োজিত জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মেধাবী ক্রিকেটার তৈরি করতে সহায়ক ভূমিকা রাখবে। আমাদের তরুণ প্রজন্ম দীর্ঘ দিন পর হলেও একটি ভালো খেলা উপভোগ করেছে। আমরা চাই আমাদের প্রজন্মকে সুস্থ রাখতে। আর সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। আমাগীতে আরোও ভালো করবে সিলেট দল আমরা প্রত্যাশা করি। এসময় সিলেট দলের অধিনায়ক অলক কাপালী বলেন, আমরা দলের জন্য নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছি বিজয়ী হওয়ার জন্য। আমাদের ভাগ্যে ছিলে না। আগামীতে আমরা বিজয়ী হবে।
বিমানবন্দরে আরো উপস্থিত ছিলেন সিলেট দলের সহকারী ম্যানেজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাসেম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনুর আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest