বছরের প্রথম ১১ দিনে এলো ৭৩ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

বছরের প্রথম ১১ দিনে এলো ৭৩ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স

নিউজ ডেস্ক : ২০২৫ সালের জানুয়ারির প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮ হাজার ৮৩৯ কোটি টাকা (ডলার ১২০ টাকা হিসাবে)। রোববার (১২ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই হিসেবে, প্রতি দিন গড়ে ৬ কোটি ৬৯ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

 

এছাড়া, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে দেশে মোট ১ হাজার ৩৭৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৮০ কোটি মার্কিন ডলার। আলোচ্য সময়ে রেমিট্যান্সে ২৯৭ কোটি ৭০ লাখ ডলার বৃদ্ধি হয়েছে।

 

চলতি অর্থবছরের জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ডলার, সেপ্টেম্বর ২৪০ কোটি ৪৭ লাখ ডলার, অক্টোবর ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ১৯৩ কোটি মার্কিন ডলার এবং ডিসেম্বর মাসে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন