এডভোকেট মো.আতিকুর রহমান এর কৃতজ্ঞতা

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫

এডভোকেট মো.আতিকুর রহমান এর কৃতজ্ঞতা

আসসালামু আলাইকুম/আদাব

আমাদের প্রাণের বিদ্যাপীঠ ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়,ইসলামগন্জ বাজার,সদর,সুনামগঞ্জ প্রতিষ্ঠার পর ৪৬ বছর পর প্রথমবারের মতো ইয়াকুবিয়ানদের এতো সুন্দর একটি মিলনমেলা ২০২৫ ইং অনুষ্ঠিত হওয়ায় মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করছি।কৃতজ্ঞতা জানাচ্ছি,আমাদের ইয়াকুবিয়ানদের প্রথম ব্যাচ এর ছাত্র সুযোগ্য ইসলামগন্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং মিলনমেলা ২০২৫ ইং এর আহবায়ক জনাব নুরুজ আলী মহোদয়কে।উনার সুযোগ্য নেতৃত্বে এই মিলনমেলা ২০২৫ ইং সুন্দর ভাবে সুসম্পন্ন হয়েছে।আমি আরো কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি,সেইসব ইয়াকুবিয়ানদের যাদের দিনরাত অক্লান্ত পরিশ্রম মেধা ও সহযোগিতার মাধ্যমে মিলনমেলাটি সুসম্পন্ন হয়েছে।তাদের নাম না বললে কৃপনতা হবে-ইকবাল,এডভোকেট হাবিব,সিরাজুল,মোশাহিদ,দোলন,সমিরন,রিয়াজ,রাসেল,মনসুর,আলমগীর,নুরুন্নবী,সালেক,চয়ন,সাইফুল,সাইফুর,বিপ্লব,সোহাগ,শিপন সহ আরো অনেকেই।যাহারা আর্থিকভাবে অনুদানের মাধ্যমে সহযোগিতা করে অত্র মিলনমেলাকে সাফল্যমন্ডিত করিতে সহায়তা করিয়াছেন তাঁহাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

আমি অভিনন্দন জানাই সকল ইয়াকুবিয়ানদের,যাদের সুসৃংখল ও বন্ধুত্বসূলভ আচরণ মিলনমেলাকে প্রাণবন্ত করে তুলেছে।আর যারা বিভিন্ন কারণে মিলনমেলায় অংশ গ্রহণ করতে পারেননি তাদেরকে মিস করছি এবং ভবিষ্যতে তাদের সকলকে নিয়ে আমরা বড় পরিসরে ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মিলনমেলা উদযাপনের আশাবাদ ব্যক্ত করছি।কৃতজ্ঞতা জানাচ্ছি,আমাদের শিক্ষা গুরু যাহার সংস্পর্শে অত্র এলাকার শিক্ষার আলো প্রসারিত হয়েছে এবং বিশেষ অতিথি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি।দাতা সদস্য,শিক্ষকমন্ডলী যাহারা প্রয়াত হয়েছেন তাহাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যাহারা জীবিত আছেন তাঁহাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

সকল ইয়াকুবিয়ানদের স্ব-স্ব ক্ষেত্রে সফলতা কামনা করছি।সর্বোপরি আগামী ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মিলনমেলা সফল হোক,স্বার্থক হোক।

ধন্যবাদান্তে-

মো.আতিকুর রহমান এডভোকেট
জজকোর্ট,সিলেট।
ব্যাচ -১৯৮৫ ইং

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন