প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের বিস্তৃত অঞ্চল। এক সপ্তাহের বেশি সময় ধরে দমকলকর্মীরা দিনরাত চেষ্টার পরও পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক করতে পারেনি। সেখানে আবারও নতুন করে শক্তিশালী বাতাস বইতে শুরু করায় দাবানল আরও ছড়ানোর শঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সময় সোমবার রাতে লস অ্যাঞ্জলসের ভেনচুরা কাউন্টিতে ‘অটো ফায়ার’ নামে নতুন আরেকটি দাবানলের সূত্রপাত হয়। এটিতে এখন পর্যন্ত ৫০ একর জায়গা পুড়েছে। নতুন দাবানলটি একটুও থামানো যায়নি। বাতাসের কারণে এটি অতিদ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতীয় আবহাওয়া সার্ভিস সতর্ক বার্তায় জানায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ১০০ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বইতে পারে। এতে যেসব জায়গায় গত কয়েক মাস কোনো ধরনের বৃষ্টি হয়নি সেগুলো আগুনের সূত্রপাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
গত সপ্তাহে শুরু হওয়া প্যালিসিডেস এবং ইটন দাবানল এখন পর্যন্ত গ্রাস করেছে ৩৮ হাজার একরের বেশি জায়গা।
শক্তিশালী বাতাসে আগুন ছড়ানোর আশঙ্কায় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ারের প্রধান বলেছেন, “ক্রুরা সম্পূর্ণ প্রস্তুত আছেন। সঙ্গে আছে পানির পর্যাপ্ত ট্যাংকার এবং বাড়তি দমকলকর্মী।” গত সপ্তাহে দাবানল ছড়ানোর সময় যে পরিমাণ দমকলকর্মী ছিল, বর্তমানে তার চেয়ে বেশি আছে বলে জানিয়েছেন এই ফায়ার কর্মকর্তা।
লস অ্যাঞ্জেলসে দাবানলে এখন পর্যন্ত ১২ হাজার অবকাঠামো পুড়েছে। যার বেশিরভাগই সাধারণ মানুষের ঘরবাড়ি। এছাড়া প্রাণ হারিয়েছেন ২৪ জন। সূত্র, সান




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest