প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ আলোচনার পর গাজায় যুদ্ধ বন্ধে ইসরাইল ও হামাসকে একটি চুক্তির চূড়ান্ত খসড়া দিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার। সোমবার সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতের উপস্থিতিতে রোববার মধ্যরাতে আলোচনায় সাফল্যের পর চুক্তির চূড়ান্ত খসড়া হস্তান্তর করা হয়।
ওই কর্মকর্তা জানিয়েছেন, দোহায় ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেটের প্রধানরা কাতারের প্রধানমন্ত্রী স্টিভ উইটকফের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা করেন। বিদায়ী মার্কিন প্রশাসনের কর্মকর্তারাও এতে অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। চুক্তিতে পৌঁছানোর জন্য আগামী ২৪ ঘণ্টা সময়টি গুরুত্বপূর্ণ।
ইসরাইলের কান রেডিও সোমবার এক ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, কাতারে ইসরাইলি ও হামাস প্রতিনিধি উভয়ই একটি খসড়া পেয়েছে। প্রতিনিধি দল ইতিমধ্যে ইসরাইলি নেতাদের ব্রিফও করেছে। আরব নিউজ জানিয়েছে, ইসরাইল, হামাস এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে নিশ্চিত বা মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। ইসরাইলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, হামাস প্রস্তাবে সাড়া দিলে কয়েক দিনের মধ্যে একটি চুক্তি সই হতে পারে। আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, দোহা থেকে পাওয়া তথ্য খুবই আশাব্যঞ্জক। শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে একটি চুক্তির দিকে বড় ধরনের চাপ দেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও চুক্তি চূড়ান্তে জোর দিচ্ছেন। অন্যদিকে, ট্রাম্প জানিয়েছেন, জিম্মিদের মুক্তি না দিলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে।
যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর এক বছরেরও বেশি সময় ধরে গাজায় যুদ্ধ বন্ধে আলোচনায় কাজ করেছে। হামাসের হাতে জিম্মি ও ইসরাইলের হাতে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে লড়াই বন্ধের নীতিতে উভয় পক্ষই কয়েক মাস ধরে মোটামুটি একমত হয়েছে। তবে হামাস বরাবরই জোর দিয়ে বলেছে, এই চুক্তির অধীনে অবশ্যই যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে হবে এবং গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করতে হবে। অন্যদিকে ইসরাইল বলে এসেছে, হামাসকে ভেঙে না দেওয়া পর্যন্ত তারা যুদ্ধ শেষ করবে না।
রয়টার্সকে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত আলোচনা চলে। মার্কিন প্রতিনিধিরা ইসরাইলি প্রতিনিধি দলকে চাপ দেন এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি হামাস কর্মকর্তাদের চুক্তি চূড়ান্ত করার জন্য চাপ দেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest