প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সমাজের বিত্তশালীদের সম্পদের উপর অসহায়-গরীর মানুষের হক রয়েছে। তাদেরকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
সমাজের অসহায়-দরিদ্র, গরীব মানুষের হক রয়েছে বিত্তশালীদের উপর, সেই সম্পদের অংশ আমরা অনেকই সঠিকভাবে বণ্টন করিনা এটিই বাস্তবতা।
তিনি বলেন, গত দেড়দশক আমরা নির্যাচিত ছিলাম। বিগত সময় এরকম অনুষ্ঠানে আমরা আসতে পারতাম না। পুলিশ প্রশাসন দিয়ে আমাদের বাঁধা দেওয়া হত। যারা আমাদের স্বাধীনতা, ভোটাধিকার, কথা বলার অধিকার ফিরিয়ে আনতে বন্দুকের গুলি, লাঠি, বুলেট, টিয়ারশীলকে উপক্ষে রাজপথে রক্ত দিয়ে আজকের বাংলাদেশ এনে দিয়েছে।
এই বাংলাদেশকে ধরে রাখতে হবে, কেউ যেন কেড়ে নিতে না পারে সেই দিকে আমাদের লক্ষ রাখতে হবে।
তিনি আরও বলেন, একটি ব্যতিক্রম ইসলাম রাজা চৌধুরীর পরিবার, তারা প্রবাসী থেকে দীর্ঘদিন থেকে অসহা-দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। ঈদ- বন্যায়, প্রাকৃতি দূর্যোগ, সহ বিভিন্ন সময় মানুষের পাশে এসে দাড়ান।
মরহুমা আফতারা বিবি চৌধুরী ট্রাষ্টের উদ্যোগে তিন শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। এডভোকেট আখতার বক্স জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও মোহাম্মদ কামরুজ্জামান দিপুর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন নুরিয়া জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজ মাওলানা মাছুম বিল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, আফতারা বিবি ট্রাষ্টের চেয়ারম্যান ইসলাম রাজা চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও আহবায়ক সিলেট মহানগর সেচ্ছাসেবক দল মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) , নরশিংটিলা এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি মঈনুল হক চৌধুরী, সহ সভাপতি ইঞ্জিনয়ার রফিকুল হক, সিনিয়র সাংবাদিক কলামিস্ট আকলিছ আহমদ চৌধুরী, আবু সুফিয়ান, আলী আকবর, ইসলাম উদ্দিন, ছাদির হোসেন, রফিকুল ইসলাম খোকন,আহমদ নেওয়াজ কল্লোল, আনোয়ার হোসেন, আরিফুল ইসলাম আলমগীর, সেলিম আহমদ প্রমুখ।
কম্বল বিতরণ শেষে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। নগরীর বাগবাড়ী এতিমস্কুল রোডের আল্লাহ দান (আফতারা কটেজ) মরহুমা আফতারা বিবি চৌধুরী ট্রাষ্টের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবার ও তিন শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest