প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫
স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সফরে তারা ক্যারিবীয় নারী দলের বিপক্ষে ১৯, ২১ ও ২৪ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সবগুলো ম্যাচ সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
নারী দলের সঙ্গে এই সফরে ঘুরতে যেতে চেয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তা। তাদের ওয়েস্ট ইন্ডি সফরে যাওয়ার ব্যাপারে সরকারি আদেশও জারি হয়েছিল। ক্রীড়াঙ্গনে তাদের এই সফর নিয়ে আলোচনা-সমালোচনা হওয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাদের সফরের আদেশ বাতিলের সিদ্ধান্ত নেয়।
দুই কর্মকর্তার ক্যারিবীয় সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাশাপাশি এনএসসির ডকুমেন্টশন অফিসার রুহুল আমিন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ জোবায়েদের সফরের ব্যয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) বহন করত।
এই দুই কর্মকর্তার পেছনে বিসিবির অর্থ ব্যয়ে ক্রীড়াঙ্গনের প্রাপ্তি কী? তা নিয়ে বেশ সমালোচনা হয়েছে। এজন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংশ্লিষ্ট দুই জনের সফর আদেশ বাতিল করেছে। ২৭ জানুয়ারি-২ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের ক্যারিবীয় সফর করার কথা ছিল।
বিভিন্ন দলের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের বিদেশ সফর নতুন কিছু নয়। তবে গত এক দশকেরও বেশি সময় ক্রিকেট দলের সঙ্গে এনএসসি ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা সফর করতে পারেননি। ফারুক আহমেদ এনএসসি কোটায় পরিচালক হয়ে বিসিবি সভাপতি হয়েছেন। এরপরই মূলত জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির উপর প্রকৃত অভিভাবকের আচরণ শুরু করেছে। যা বিগত এক যুগের বেশি সময় করতে পারেনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অতিরিক্ত কর্মকর্তা বহন করার আর্থিক সামর্থ্য রয়েছে। অথচ বিগত সময়ে মাঝেমধ্যে নিজেদের দল বিদেশে প্রেরণ করতেই হিমশিম খেয়েছে কয়েকটি ফেডারেশন। এরপরও নানা কারণে এনএসসি-মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ব্যয় বহন করতে হয়েছিল।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া উপদেষ্টা হওয়ার পরপরই প্যারা অলিম্পিকে অতিরিক্ত বহরে থাকা কর্মকর্তাদের নাম বাতিল করেন। এবার তার সময়ে আরেকটি সফর আদেশ ইস্যু হওয়ার পর বাতিল হলো।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest