প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫
স্পোর্টস ডেস্ক : আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের হকি মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় ২০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর হকি দল অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. তারিকুল ইসলাম। তিনি চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
এদিন খেলায় বাংলাদেশ বিমান বাহিনী হকি দল ৪-৩ গোলের ব্যবধানে বাংলাদেশ নৌবাহিনী হকি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বাংলাদেশ নৌবাহিনী হকি দলের খেলোয়াড় পিও (মিউজিক) আশরাফুল সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০ ডিসেম্বর প্রতিযোগিতার উদ্বোধন করেন চীফ কনসালটেন্ট জেনারেল (সিসিজি) মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল ভূঞা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest